দার্জিলিং ও ঘুমের মধ্যে ১২টি জয় রাইড পরিষেবা চালু করেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এবারে জঙ্গল টি সাফারি! যখন একে বেসরকারীকরণের পথে ঠেলে দিতে এগোচ্ছে কেন্দ্র। সেই সময় টয়ট্রেনকে ঘিরে উত্তরের পর্যটনের বিকাশে একাধিক নয়া পরিষেবা চালু করতে উদ্যোগী রেল।
advertisement
শিলিগুড়ি জংশন থেকে প্রথম স্টপেজ সুকনা স্টেশন। মিনিট ২০-র স্টপেজে পর্যটকেরা ঘুরে দেখতে পারবে মিউজিয়াম। তারপর সোজা রংটং। সেখানে বিশ্বখ্যাত দার্জিলিং চায়ের সঙ্গে পর্যটকদের পরিচয় করিয়ে দেবে। মাথাপিছু ভাড়া ৯৭০ টাকা। পর্যটনের ভরা মরসুমে যা গিয়ে দাঁড়াবে ১২০০ টাকা। এর মধ্যে পর্যটকদের চা ও স্ন্যাক্স দেবে রেল। এনজেপির এডিআরএম সঞ্জয় চিলা ওয়ার ওয়ার জানান, পর্যটনের প্রসারেই নতুন নতুন পরিষেবা চালু করা হচ্ছে। পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্যাল জানান, কোভিড, লকডাউনের পর রেলের নতুন পরিষেবার চালুর মধ্য দিয়ে পর্যটন শিল্পে ফের নিজের পায়ে দাঁড়াতে পারবে। এই আশাতেই বুক বাঁধছে উত্তরের পর্যটন ব্যবসায়ীরা।
আরও পড়ুন: ২৮ থেকেই শুরু ভিস্তাডোমের যাত্রা! শুরু ট্রায়াল রান, যুক্ত হল নয়া স্টপেজ