TRENDING:

North Bengal Jungle Tea Safari: পুজোর মুখে ডবল ধামাকা, পাহাড়ের টয় ট্রেনে এবার 'জঙ্গল টি সাফারি'! এখনই জেনে নিন...

Last Updated:

পুজার আগে শুরু হল শিলিগুড়ি জংশন ও রংটংয়ের মধ্যে 'জঙ্গল টি সাফারি' (North Bengal Jungle Tea Safari)! পর্যটকদের টানতে থাকছে ভিস্টাডোম কোচও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: সেই চেনা ছবি। কালো ধোঁওয়া ছড়িয়ে পাহাড়ি আকাবাঁকা পথে ধরে ছুটছে খেলনা গাড়ি! কু-ঝিক-ঝিক শব্দে ফের চেনা গন্ধ! পুজার আগে শুরু হল শিলিগুড়ি জংশন ও রংটংয়ের মধ্যে 'জঙ্গল টি সাফারি' (North Bengal Jungle Tea Safari)! পর্যটকদের টানতে থাকছে ভিস্টাডোম কোচও। রেল পথেই পর্যটকেরা উপভোগ করতে পারবে সবুজে মোড়া চা বাগান, জঙ্গলের অপরূপ সৌন্দর্য্য। আপ ও ডাউন মিলিয়ে ২ ঘন্টার ট্রিপ। বছর দুয়েক আগে ডিজেল ইঞ্জিনে পরিষেবা কিছুদিন চলেছিল। এবারে নতুন মাত্রা যোগ করেছে স্টিম ইঞ্জিন। যার আকর্ষণেই দেশ-বিদেশের পর্যটকেরা ছুটে আসেন পাহাড়ে।
advertisement

দার্জিলিং ও ঘুমের মধ্যে ১২টি জয় রাইড পরিষেবা চালু করেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এবারে জঙ্গল টি সাফারি! যখন একে বেসরকারীকরণের পথে ঠেলে দিতে এগোচ্ছে কেন্দ্র। সেই সময় টয়ট্রেনকে ঘিরে উত্তরের পর্যটনের বিকাশে একাধিক নয়া পরিষেবা চালু করতে উদ্যোগী রেল।

থাকবে ভিস্তা ডোম কোচও।

advertisement

শিলিগুড়ি জংশন থেকে প্রথম স্টপেজ সুকনা স্টেশন। মিনিট ২০-র স্টপেজে পর্যটকেরা ঘুরে দেখতে পারবে মিউজিয়াম। তারপর সোজা রংটং। সেখানে বিশ্বখ্যাত দার্জিলিং চায়ের সঙ্গে পর্যটকদের পরিচয় করিয়ে দেবে। মাথাপিছু ভাড়া ৯৭০ টাকা। পর্যটনের ভরা মরসুমে যা গিয়ে দাঁড়াবে ১২০০ টাকা। এর মধ্যে পর্যটকদের চা ও স্ন্যাক্স দেবে রেল। এনজেপির এডিআরএম সঞ্জয় চিলা ওয়ার ওয়ার জানান, পর্যটনের প্রসারেই নতুন নতুন পরিষেবা চালু করা হচ্ছে। পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্যাল জানান, কোভিড, লকডাউনের পর রেলের নতুন পরিষেবার চালুর মধ্য দিয়ে পর্যটন শিল্পে ফের নিজের পায়ে দাঁড়াতে পারবে। এই আশাতেই বুক বাঁধছে উত্তরের পর্যটন ব্যবসায়ীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আরও পড়ুন: ২৮ থেকেই শুরু ভিস্তাডোমের যাত্রা! শুরু ট্রায়াল রান, যুক্ত হল নয়া স্টপেজ

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal Jungle Tea Safari: পুজোর মুখে ডবল ধামাকা, পাহাড়ের টয় ট্রেনে এবার 'জঙ্গল টি সাফারি'! এখনই জেনে নিন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল