TRENDING:

Train Cancelled: উত্তরবঙ্গে বহু ট্রেন বাতিল এবং যাত্রাপথ পরিবর্তনের ঘোষণা রেলের! পুজোর আগে যাত্রীদের প্রবল ভোগান্তি

Last Updated:

Train cancelled: ট্রেনের পরিকাঠামো উন্নয়নের জন্য উত্তর-পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে কাটিহার ডিভিশনের অন্তর্গত রাঙাপানি স্টেশনে পরিকাঠামো সংক্রান্ত কাজ শুরু করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাটিহার: ট্রেন পরিচালনার দক্ষতা বৃদ্ধি এবং যানজট হ্রাসের লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে কাটিহার ডিভিশনের অন্তর্গত রাঙাপানি স্টেশনে পরিকাঠামো সংক্রান্ত কাজ শুরু করা হয়েছে। এর ফলে একাধিক ট্রেন বাতি ল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহু ট্রেন বাতিল।
বহু ট্রেন বাতিল।
advertisement

২৮ ও ২৯ সেপ্টেম্বর তারিখে ট্রেন নং. ০৭৫২০ (শিলিগুড়ি জং.-মালদা কোর্ট) ডেমু এবং ট্রেন নং. ০৭৫১৯ (মালদা কোর্ট-শিলিগুড়ি জং.) ডেমু বাতিল করা হয়েছে। ২৯ ও ৩০ সেপ্টেম্বর ট্রেন নং. ০৭৫০৮ (শিলিগুড়ি জং.-রাধিকাপুর) ডেমু এবং ট্রেন নং. ০৭৫০৭ (রাধিকাপুর-শিলিগুড়ি জং.) ডেমু বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: মুড়ি মুড়কির মতো ওষুধ খাচ্ছেন? লিভারের মহাশত্রু এই ৩ ওষুধ! নোট করে নিন নাম! জানুন কী বলছেন বিশেষজ্ঞ

advertisement

বেশ কিছু ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে। ২৪ ও ২৬ সেপ্টেম্বর ট্রেন নং. ১২৩৭৭ (শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার) পদাতিক এক্সপ্রেস আলুয়াবাড়ি রোড-শিলিগুড়ি জং.-নিউ জলপাইগুড়ি হয়ে চলাচল করবে। ২৫ সেপ্টেম্বর ট্রেন নং. ১৫৯০৪ (চণ্ডীগড়-ডিব্রুগড়) এক্সপ্রেস, ২৯ সেপ্টেম্বর ট্রেন নং. ১৩১৭৩ (শিয়ালদহ-সাব্রুম) কাঞ্চনজংঘা এক্সপ্রেস, ২৭ সেপ্টেম্বর ট্রেন নং. ১৫৯১০ (লালগড়-ডিব্রুগড়) অবধ অসম এক্সপ্রেস, ২৮ সেপ্টেম্বর ট্রেন নং. ১৯৬০১ (উদয়পুর সিটি-নিউ জলপাইগুড়ি) এক্সপ্রেস, ২৮ সেপ্টেম্বর ট্রেন নং. ১৫৬৪৩ (পুরী-কামাখ্যা) এক্সপ্রেস, ২৭ সেপ্টেম্বর ট্রেন নং. ১২৫০৯ (এসএমভিটি বেঙ্গালুরু-গুয়াহাটি) সুপার ফাস্ট এক্সপ্রেস।

advertisement

আরও পড়ুন: হাতে মাত্র একঘণ্টা! কলকাতা-সহ সাত জেলায় আসছে বৃষ্টি, বজ্রপাতে কাঁপবে এলাকা

২৭ সেপ্টেম্বর ট্রেন নং. ১৫৬৩৫ (ওখা-গুয়াহাটি)দ্বারকা এক্সপ্রেস।   ২৮ সেপ্টেম্বর,   তারিখের ট্রেন নং. ১৩১৪১ (শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার) তিস্তা তোর্সা এক্সপ্রেস।   ২৮ সেপ্টেম্বর,   তারিখের ট্রেন নং. ১৩১৪৭ (শিয়ালদহ-বামনহাট) উত্তরবঙ্গ এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি জং.-আলুয়াবাড়ি রোড হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে   ২৪ সেপ্টেম্বর,   তারিখের ট্রেন নং. ২২৪১১ (নাহরলগুন-আনন্দ বিহার টার্মিনাল)অরুণাচল এক্সপ্রেস।   ২৫ সেপ্টেম্বর,   তারিখের ট্রেন নং. ১২৪০৭ (নিউ জলপাইগুড়ি-অমৃতসর)কর্মভূমি এক্সপ্রেস।   ২৬ সেপ্টেম্বর,   তারিখের ট্রেন নং. ১৫৬৪৪ (কামাখ্যা-পুরী) এক্সপ্রেস।   ২৬ সেপ্টেম্বর,   তারিখের ট্রেন নং. ০৫৯৫২ (নিউ তিনসুকিয়া-এসএমভিটি বাঙ্গালুরু) স্পেশাল।   ২৫ ও ২৭ সেপ্টেম্বর,   তারিখের ট্রেন নং. ১২৩৬৪ (হলদিবাড়ি-কলকাতা) সুপার ফাস্ট এক্সপ্রেস।   ২৮ সেপ্টেম্বর,   তারিখের ট্রেন নং. ১৫৯৬০ (ডিব্রুগড়-হাওড়া) কামরূপ এক্সপ্রেস।   ২৮ সেপ্টেম্বর,   তারিখের ট্রেন নং. ১২৫২৩ (নিউ জলপাইগুড়ি-নিউ দিল্লি) এক্সপ্রেস।   ২৮ সেপ্টেম্বর,   তারিখের ট্রেন নং. ১৫৬২৬ (আগরতলা-দেওঘর) এক্সপ্রেস।   ২৯ সেপ্টেম্বর,   তারিখের ট্রেন নং. ১৫৬৫৫ (কামাখ্যা-শ্রী মাতা বৈষ্ণ দেবী কাটরা) এক্সপ্রেস।   ২৯ সেপ্টেম্বর,   তারিখের ট্রেন নং. ১৩১৪২ (নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ) তিস্তা তোর্সা এক্সপ্রেস।   ২৯ সেপ্টেম্বর,   তারিখের ট্রেন নং. ১৩১৪৮ (বামনহাট-শিয়ালদহ) উত্তরবঙ্গ এক্সপ্রেস।   ২৯ সেপ্টেম্বর,   তারিখের ট্রেন নং. ১২৩৪৪ (হলদিবাড়ি-শিয়ালদহ) দার্জিলিং মেল।   ২৯ সেপ্টেম্বর,   তারিখের ট্রেন নং. ১২৩৪৬ (গুয়াহাটি-হাওড়া) শরাইঘাট এক্সপ্রেস।   ২৯ সেপ্টেম্বর,   তারিখের ট্রেন নং. ১২৫০৫ (কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল)নর্থইস্ট এক্সপ্রেস।   ২৯ সেপ্টেম্বর,   তারিখের ট্রেন নং. ১২৩৭৮ (নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ) স্পেশাল। শিলিগুড়ি জং.-ঠাকুরগঞ্জ-আলুয়াবাড়ি রোড হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে   ২৯ সেপ্টেম্বর,   তারিখের ট্রেন নং. ১৯৩০৬ (কামাখ্যা-ড. আম্বেদকর নগর) এক্সপ্রেস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ট্রেনের সময় পুনর্নির্ধারণ:   ২৯ সেপ্টেম্বর,   তারিখে যাত্রার জন্য নির্ধারিত ট্রেন নং. ২২২৩৪ (পাটনা-নিউ জলপাইগুড়ি) বন্দে ভারত এক্সপ্রেসটি পাটনা জং. রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে আড়াইটেয়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Train Cancelled: উত্তরবঙ্গে বহু ট্রেন বাতিল এবং যাত্রাপথ পরিবর্তনের ঘোষণা রেলের! পুজোর আগে যাত্রীদের প্রবল ভোগান্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল