নবান্ন সূত্রের খবর, ইতিমধ্যেই দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলার জেলাশাসকদের সতর্ক করা হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-এর টিম৷ বিশেষ নজর দেওয়া হয়েছে কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়।
আরও পড়ুন: উত্তরবঙ্গ নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল! তৃণমূলের রাজভবন অভিযানের দিনই চলে যাচ্ছেন কালিম্পং
তিস্তার জলস্তর ফের বাড়ার সম্ভাবনা থাকায় প্রয়োজনে আরও বাসিন্দাদের নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। জেলাশাসকদের নির্দেশ মুখ্য সচিবের বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
আরও পড়ুন: বীভৎস অবস্থা উত্তরবঙ্গের! রাজ্যের একাধিক জেলায় জারি রেড অ্যালার্ট, কবে থামবে দুর্যোগ!
উত্তর সিকিমে মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর৷ নিখোঁজ প্রায় ৮৪ জন৷ মঙ্গলবার গভীর রাতে মেঘভাঙা বৃষ্টির জেরে প্লাবন দেখা দেয় সিকিমের লেক লুনকে৷ যার জেরে চুঙথাং বাঁধেও আসে ফাটল৷
সব মিলিয়ে বানভাসি হয় সিকিমের বিস্তীর্ণ এলাকা৷ ভাঙে কংক্রিটের ব্রিজ৷ ধসে যায় জাতীয় সড়ক৷ এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের তিস্তা ব্যারেজের উপরেও এসেছে পড়েছে জলের বিপুল চাপ৷ যার জেরে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷