কারাবাসের সঙ্গে ১০ হাজার নগদ জরমানা করেছেন বিচারক, তা অনাদায়ে আরও দুইমাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে নিগৃহীতা নাবালিকাকে সরকারের তরফ থেকে ৩ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে বিচারক। জেলার শামুকতলাতে ২০২৩ সালের জানুয়ারি মাসে নারকীয় ধর্ষণের ঘটনা ঘটে।
আরও পড়ুন: বন্দে ভারতে মর্মান্তিক দুর্ঘটনা! তিরের গতিতে ছুটে এসে ধাক্কা যাত্রীদের, তিন জনের মৃত্যু
advertisement
মায়ের মৃত্যুর পর বাবার আশ্রয়েই থাকত নাবালিকা। তখনই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। প্রায় তিন বছর সওয়াল জবাবের পর রায় ঘোষনা আদালতের। নারী নির্যাতনের ঘটনা নিয়ে এমনিই নানা অভিযোগ ওঠে গোটা দেশে। কিন্তু বাবার হাতে মেয়ের ধর্ষণের ঘটনা চূড়ান্ত ন্যক্কারজনক, অবশেষে সাজা দিল আদালত।
২০২৩ সালে জানুয়ারি মাসের ঘটনা। সেই সময় দুই ভাই-বোন বাবার সঙ্গেই থাকতেন। নিয়মিত বাবা, মেয়েকে ধর্ষণ করত। সহ্যের সীমা ছাড়ালে নির্যাতিতা অভিযোগ করে। পকসো আইনে মামলা রুজু করা হয়। সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে আলিপুরদুয়ার আদালত সাজা ঘোষণা করে।