এবারের লোকসভা ভোটে জঙ্গলমহল এবং উত্তরবঙ্গ, দুই জায়গাতেই জোর ধাক্কা খায় তৃণমূল। জঙ্গলমহলে জমি পুনরুদ্ধারে, কয়েক দিন আগেই পুরুলিয়ায় মিছিল করেন মমতা। তখনও উপলক্ষ্য ছিল সিএএ-বিরোধিতা। এবার মমতার মিছিল শিলিগুড়িতে। অস্ত্র সেই নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ।
গত লোকসভা ভোটে উত্তরবঙ্গের আটটির মধ্যে একটি আসনও পায়নি তৃণমূল।
সাতটি আসনে জেতে বিজেপি ৷ সেই গেরুয়া উত্তরকে ফের সবুজ করতে মরিয়া তৃণমূল। লোকসভা ভোটের পর মমতা একাধিকবার উত্তরে গেছেন। কখনও পাহাড়ে কর্মসূচি, কখনও শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক। কিন্তু, উনিশের লোকসভা ভোটে ভরাডুবির পর উত্তরবঙ্গে মমতার মিছিল এই প্রথম।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jan 02, 2020 11:27 PM IST
