TRENDING:

Malda News: একেবারে ইঞ্জিনিয়ারিং পরিকল্পনার ধাঁচে স্মার্ট সিটি গড়ার স্মার্ট পদ্ধতি দেখালেন মালদহের দুই স্কুল পড়ুয়া

Last Updated:

আধুনিক প্রযুক্তিকে মানুষের জীবনযাত্রার সঙ্গে মানানসই করে তুলতে প্রয়োজন প্রযুক্তির ব্যবহারের সঠিক পদ্ধতি। তাই জনজীবনকে প্রযুক্তির সঙ্গে মানানসই করে তুলতে অভিনব একটি স্মার্ট সিটির মডেল তৈরি করলেন মালদহ রেলওয়ে হাই স্কুলের একাদশ শ্রেণির দুই ছাত্র সৃজন রায় এবং ঋষিকেশ চৌধুরী। তাঁদের এই মডেলের মাধ্যমে দেখান হয়েছে শহরে বর্তমান যুগের আধুনিক প্রযুক্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: বর্তমান আধুনিক যুগে বদলাচ্ছে মানুষের জীবনযাত্রার ধারা। প্রযুক্তির ব্যবহারে আধুনিকতার রূপ নিচ্ছে গ্রাম থেকে শহর। তবে আধুনিক প্রযুক্তিকে মানুষের জীবনযাত্রার সঙ্গে মানানসই করে তুলতে প্রয়োজন প্রযুক্তির ব্যবহারের সঠিক পদ্ধতি। তাই জনজীবনকে প্রযুক্তির সঙ্গে মানানসই করে তুলতে অভিনব একটি স্মার্ট সিটির মডেল তৈরি করলেন মালদহ রেলওয়ে হাই স্কুলের একাদশ শ্রেণির দুই ছাত্র সৃজন রায় এবং ঋষিকেশ চৌধুরী। তাঁদের এই মডেলের মাধ্যমে দেখান হয়েছে শহরে বর্তমান যুগের আধুনিক প্রযুক্তির ব্যবহারের পদ্ধতি। কিভাবে একটি গ্রাম কিংবা শহরকে ঐতিহ্যগত ধারার সঙ্গে টিকিয়ে রাখতে প্রযুক্তির ব্যবহার প্রয়োজন তা তুলে ধরা হয়েছে পড়ুয়াদের এই মডেলের মাধ্যমে। যেমন, আধুনিক মানের মোশন সোলার, বায়ু বিদ্যুৎ উৎপন্ন করে স্ট্রিট লাইট জ্বালানো, আবর্জনা ফেলার বাক্সে অটোমেটিক সিগনাল ব্যবস্থা, বায়ু দূষণ এড়াতে গাড়ির জন্য নিয়মিত ইলেকট্রিক চার্জিং ব্যবস্থা, হসপিটালে সোলার পদ্ধতি ব্যবহার করে গরম জলের ব্যবস্থা, প্রতিটি ভবনের সামনে সবুজ উদ্যান ইত্যাদি পরিকল্পনা দেখান হয়েছে মডেলের মাধ্যমে।
advertisement

আরও পড়ুন: ১৪ বছরের তিন বান্ধবী একসঙ্গে উধাও, জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে আর বাড়ি ফেরেনি

স্কুল ছাত্র ঋষিকেশ চৌধুরী জানান, “এই মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে একটি স্মার্ট সিটি। বিদ্যুৎ অপচয় ছাড়াই কিভাবে সামাজিক দায়বদ্ধতা এবং প্রয়োজনমত মানুষের চাহিদা পূরণ করা যায়। স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য কিভাবে আরও উন্নত করা যায় একাধিক পরিকল্পনা তুলে ধরা হয়েছে এই মডেলের মাধ্যমে। বিদ্যুতের ব্যবহার, জলের ব্যবহার, সবুজয়ানকে টিকিয়ে রাখার পরিকল্পনা সমস্ত কিছু তুলে ধরা হয়েছে এই মডেলে মাধ্যমে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাজারদুয়ারি এলে কেন গাইড নেওয়া প্রয়োজন, যাওয়ার আগে জানুন
আরও দেখুন

বর্তমানে অধিকাংশ দেশে দেখা দেয় শহরকে গড়ার ক্ষেত্রে পরিকল্পনার পদ্ধতি। পিছিয়ে নেই তাতে ভারত‌ও। তবে স্মার্ট সিটি কেমন থাকা দরকার সে বিষয়টিও গুরুত্বপূর্ণ। তাই শহরকে প্রযুক্তিকভাবে মানুষের চাহিদা মত ব্যবহারযোগ্য করার লক্ষ্যে তৈরি করা হয়ে থাকে মডেল। সোলার প্যানেল, বৈদ্যুতিক গাড়ি, হাসপাতাল পরিষেবা, শিক্ষা ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয়তা বোঝা যায় এই ধরনের মডেলের মাধ্যমে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: একেবারে ইঞ্জিনিয়ারিং পরিকল্পনার ধাঁচে স্মার্ট সিটি গড়ার স্মার্ট পদ্ধতি দেখালেন মালদহের দুই স্কুল পড়ুয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল