TRENDING:

মালদহে কর্মহীন পরিবহন শ্রমিকদের পরিবারের খাবার যোগাচ্ছে পুলিশ

Last Updated:

এদিন জেলা পুলিশ সুপার পরিবহন কর্মীদের কাছে জানতে চান তাঁরা সকলে সরকারি বরাদ্দের রেশন ঠিকঠাক পাচ্ছেন কিনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: লকডাউনে বন্ধ পরিবহন। রেড জোন হওয়ায় মালদহে পরিবহনে ছাড় মেলেনি। এরফলে কর্মহীন পড়েছেন জেলার ৫ হাজারেরও বেশী পরিবহন শ্রমিক। আর্থিক সঙ্কটে থাকা এমন দুঃস্থ শতাধিক পরিবারের হাতে খাবার জোগালো মালদা ট্রাফিক পুলিশ। শনিবার রথবাড়ি মোড়ে ট্রাফিক পুলিশের তরফ থেকে পরিবহন কর্মীদের পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া-সহ পুলিশ কর্তারা।
advertisement

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে মালদহ জেলায় ৫ শতাধিক বেসরকারি বাস, ৮০০-র বেশী মিনি বাস ও ট্যাক্সি এবং হাজারেরও বেশী অটো ও ছোট যাত্রীবাহি গাড়ি রয়েছে। লকডাউন পরিস্থিতিতে পরিবহন কর্মীদের হাতে টাকা নেই। এই অবস্থায় শ্রমিক পরিবার গুলিকে এদিন চাল, ডাল, আলু, সোয়াবিন, সাবান, তেল তুলে দেওয়া হয়। এদিন জেলা পুলিশ সুপার পরিবহন কর্মীদের কাছে জানতে চান তাঁরা সকলে সরকারি বরাদ্দের রেশন ঠিকঠাক পাচ্ছেন কিনা। জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, আগামীতেও দুঃস্থ দরিদ্র মানুষকে এভাবেই খাবার জোগানোর চেষ্টা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

Sebak Deb Sarma

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মালদহে কর্মহীন পরিবহন শ্রমিকদের পরিবারের খাবার যোগাচ্ছে পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল