আরও পড়ুনঃ অন্ধকারে বিদ্যুৎ টাওয়ারে কে যেন বসে? কাছে যেতেই মাথায় হাত! ছুটল দমকল, পুলিশ! তারপর…
এক ভাঙন কবলিত বাসিন্দা গিয়াসউদ্দিন বলেন, ‘প্রায় কুড়ি বছর আগে বাড়ি সরিয়ে এই জায়গায় এসেছিলাম। আবার এখানে ভাঙন শুরু হয়েছে। গঙ্গা নদী অনেক কাছে এসে গিয়েছে। আতঙ্কে রয়েছি কখন এই বাড়িটাও তলিয়ে যাবে। তাই তার আগে বাড়িঘর ভেঙে নিয়ে যাচ্ছি’।
advertisement
আরও পড়ুনঃ উৎসবের দিনে ‘দ্বিগুণ’ আনন্দ! শহরবাসীর মুখে হাসি ফোটাতে দারুণ ঘোষণা পুরসভায়
এই বিষয়ে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের সেচ ও জলপথ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, ‘বিষয়টি জানতে পেরেছি। ইতিমধ্যে সেচ দফতরের আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শন করা হয়েছে। দ্রুত সেই এলাকায় ভাঙন রোধের কাজ শুরু হবে’।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফি বছর গঙ্গা ভাঙন দেখা দেয় মালদহ জেলার মানিকচক, রতুয়া, বৈষ্ণবনগর এলাকায়। তবে আগের তুলনায় এই বছর ব্যাপক হারে ভাঙন হয়েছে জেলা জুড়ে। গঙ্গার জল স্তর বেড়ে ভাঙনের পাশাপাশি প্লাবিত হয়েছে জেলার অধিকাংশ এলাকা। তবে এবারে প্রায় দুই দশক পর গঙ্গা ভাঙন তার পুরনো সেই স্মৃতিকে মনে করিয়ে দিল মালদহের পঞ্চানন্দপুরবাসীকে। এমন অবস্থায় ভাঙন রোধের পাশাপাশি সরকারি সহায়তার দিকে তাকিয়ে তীরবর্তী বাসিন্দারা।