TRENDING:

কোভিড কেড়ে নিল কামতাপুর আন্দোলনের নেতা অতুল রায়কে, ট্যুইটে শেষ শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

Last Updated:

পৃথক কামতাপুর রাজ্য এবং কামতাপুরী ভাষাকে সাংবিধানিক স্বীকৃতির দাবীতে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: কামতাপুর আন্দোলনের অন্যতম পথ প্রদর্শক অতুল রায় হার মানলেন করোনার কাছে। ১৯ দিন লড়াই করলেন কোভিডের সঙ্গে। আর পারলেন না। আজ দুপুরে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অতুল রায়। পৃথক কামতাপুর রাজ্য এবং কামতাপুরী ভাষাকে সাংবিধানিক স্বীকৃতির দাবীতে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। মূলত এই দুই দাবীকে সামনে রেখে ১৯৯৬ সালের জানুয়ারিতে পথ চলা শুরু করে কামতাপুর পিপলস পার্টি বা কেপিপি। যা গড়ে তোলেন অতুল রায়। উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়কে জোটবদ্ধ করে তোলেন। বাম আমলে উত্তরবঙ্গজুড়ে আন্দোলন শুরু হয়। ক্রমেই আন্দোলন তীব্র হয়। উত্তরবঙ্গ তো বটেই, নিম্ন অসম এবং লাগোয়া কয়েকটি জেলা মিলিয়ে পৃথক রাজ্য গঠনই ছিল আন্দোলনের লক্ষ্য। আইন অমান্য, রেল রোকো, পথ অবরোধ, অনশন, বনধ সবই হয়েছিল অতুল রায়ের নেতৃত্বে।
advertisement

২০০৭-এ পাহাড়ে পৃথক গোর্খাল্যাণ্ড রাজ্যের দাবীতে আবির্ভাব হয় বিমল গুরুংয়ের। ফের মাথাচাড়া দেয় অতুলের নেতৃত্বে কেপিপি। যৌথভাবেও আন্দোলন হয়েছে। পরবর্তীতে ক্ষমতা নিয়ে বিভক্ত হয় কেপিপি শিবির। একদিকে অতুল রায় গোষ্ঠী, অন্যদিকে নিখিল রায় গোষ্ঠী। আলাদা হয়ে নতুন দল গঠন করেন অতুল রায়। নাম দেন কামতাপুর প্রগ্রেসিভ পার্টি বা কেপিপি। তবে বদলায়নি আন্দোলনের স্লোগান। বদলায়নি আন্দোলনের রূপরেখাও। উত্তরবঙ্গে কামতাপুর, রাজবংশী আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা অতুল রায় আজ আর নেই। কোভিড কেড়ে নিল তাঁর প্রাণ।

advertisement

advertisement

প্রথমে তাঁকে ভর্তি করা হয় প্রধাননগরের একটি নার্সিংহোমে। তারপর গত ২৪ মে রাজ্য সরকারের হস্তক্ষেপে ভর্তি করা হয় মাটিগাড়ার অন্য একটি বেসরকারী হাসপাতালে। স্থিতিশীলই ছিলেন। ক্রমেই শারিরীক অবস্থার অবনতি হয়। আজ দুপুর দেড়টায় মৃত্যু হয় কামতাপুর আন্দোলনের নেতাকে। নিজেদের দাবী আদায়ে কখনও তৃণমূল, কখনও বা বিজেপিকে সমর্থন জানিয়েছে কেপিপি। পরবর্তীতে তাদের দাবী মেনে মুখ্যমন্ত্রী তৈরী করেন কামতাপুর চাষা আকাদেমী। যার ভাইস চেয়ারম্যান ছিলেন প্রয়াত অতুল রায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

তাঁর মৃত্যুতে ট্যুইট করে শোক জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে নার্সিংহোমে যান গৌতম দেব। শেষ শ্রদ্ধা জানান মাটিগাড়ার বিজেপি বিধায়ক আনন্দ বর্মনও। সকলেই বলেন, উত্তরের রাজনীতিতে নক্ষত্রের পতন হল। শূন্যতার সৃষ্টি হল। শোকতপ্ত তাঁর অনুগামীরা। নার্সিংহোমে ভিড় জমান অতুল অনুগামীরা। কান্নায় ভেঙে পড়েন তাঁরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কোভিড কেড়ে নিল কামতাপুর আন্দোলনের নেতা অতুল রায়কে, ট্যুইটে শেষ শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল