মঙ্গলবার উত্তর ধুপঝোরা বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে ওই রাস্তার কাজের সূচনা হয়। উত্তর ধুপঝোরা বাজার থেকে ৯ নম্বর লাইন, লাল শুকরা পাড়া হয়ে গুরবা ধূড়া পর্যন্ত প্রায় ২.৯৬০ কিলোমিটার। খরপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে যোগেন পাসওয়ানের বাড়ি পর্যন্ত ১.৯৫০ কিলোমিটার ও জয়ন্তী গ্রাম থেকে সরস্বতী মোর আলেফ পাড়া শহিদুল ইসলামের বাড়ি পর্যন্ত ১.৪৪০ কিমি রাস্তার কাজের এদিন সূচনা করা হয়েছে।
advertisement
পুজো অর্চনা ও ফিতে কেটে এদিন এই তিনটি রাস্তার কাজের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রেজাউল বাকী, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, মাটিয়ালি বাতাবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধান ফুলমণি ওরাও, উপপ্রধান বিটেন রায়-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
আরও পড়ুনঃ দিদির স্কুটিতে স্কুলে যাওয়ার পথে একী অঘটন! অকালে গেল শিশুর প্রাণ, সোনারপুরে হৃদয়বিদারক দুর্ঘটনা
দীর্ঘদিন ধরেই রাস্তাগুলি বেহাল দশায় পড়ে ছিল। যার ফলে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছিল। রাস্তা সারাইয়ের দাবি তুলছিলেন স্থানীয়রা। অবশেষে এদিন রাস্তার কাজের সূচনা হওয়ায় খুশি এলাকার সকলেই।
