এর পরেই পুলিশের তরফে এবং ধূপগুড়ি পৌরসভা তরফে বেহাল ট্রাফিক ব্যবস্থা ভালো করার বিষয়ে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। সোমবার সকাল থেকেই সেই সিদ্ধান্ত মত পুলিশ শহরে ফুটপাত দ্রুত দখল মুক্ত করার অভিযানে নামে। ফুটপাতের উপরে রাখা বিভিন্ন সরঞ্জাম তুলে নিয়ে আসা হয় ধূপগুড়ি থানার পুলিশের তরফে।এমনকি বিভিন্ন জায়গায় রাস্তা দখল করে নো পার্কিং জনের মধ্যে গাড়ি দাঁড় করিয়ে রাখা ছিল, সেগুলির টায়ারের হাওয়া বার দেওয়া হয়। কড়া নির্দেশ দেওয়া হয় যদি দ্রুত ফুটপাত মানুষের চলাচলের জন্য খালি করে দেওয়া না হয় এবং ফুটপাতের ওপরে যে সমস্ত দোকানের শেড রয়েছে সেগুলো খুলে ফেলা না হয়, তাহলে পুলিশ নিজে থেকেই সেগুলিকে ভেঙে দেবে।
advertisement
এদিন সকাল থেকে রাস্তায় অভিযানে নামে ধুপগুড়ি থানার পুলিশ অফিধিকারিক বিনয় যাদব, দেবাশীষ সাহা, নারায়ন রায়। ফুটপাত দখলমুক্ত করে যদি দ্রুত ফুটপাত মানুষের চলাচলের জন্য খালি করে দেওয়া না হয়, তাহলে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলিশ এবং পৌরসভা তরফে।
আরও পড়ুন - IPL 2022: পাড়ার মোড়ে বাবার ছোট্ট সেলুন, পাঁচ ভাইবোনের সংসারে বড় ভাই, চেনেন কি এই গেমচেঞ্জারকে
ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, পৌরসভার তরফের ধূপগুড়ি থানার পুলিশ এবং ধূপগুড়ি মহাকুমার নাগরিকদের সদস্যদের নিয়ে প্রত্যেকটি ব্যবসায়ীর কাছে গিয়ে তাঁদেরকে আবেদন জানানো হয়েছে। সোমবার সকাল থেকেই পুলিশ অভিযানে নেমেছে শহরে। ব্যাবসায়ীদের বলা হয়েছে যাতে ফুটপাত খালি করে দেওয়া হয়। এদিকে পুরসভার তরফের ইতিমধ্যে মাইকিং করা শুরু হয়েছে শহরে। ফুটপাত এবং সার্ভিস রোড খালি করার জন্য। যদি দ্রুত সমস্ত সরঞ্জাম সরিয়া ফেলা না হয় তাহলে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি দেয়া হয়েছে। সেই সাথে সার্ভিস রোড দ্রুত খালি করার কথা বলা হয়েছে।
SEKH ROCKY CHWDHURY