জলপাইগুড়ির বেলাকোবার বাসিন্দা নীলু। এলাকায় কবিরাজ নামে পরিচিত। দীর্ঘদিন সন্তান না হওয়ায় কবিরাজ নীলুর সঙ্গে যোগাযোগ করেন এলাকারই এক নিঃসন্তান দম্পতি। অভিযোগ, চিকিৎসার নামে মহিলাকে বাড়িতে ডেকে শীলতাহানির চেষ্টা করে। মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কবিরাজকে গ্রেফতার করে পুলিশ। যদিও অভিযুক্ত কবিরাজের দাবি তিনি ঠাকুরের সেবা করেন। মহিলার সঙ্গে গল্প করেছেন। অন্য কিছু করেননি। ধৃতকে কবিরাজ কে আজ জলপাইগুড়ি আদালতে হাজির করবে পুলিশ।
advertisement
সম্প্রতি কলকাতার রাস্তাতেও যৌন হেনস্থার ঘটনা সামনে এসেছে। মঙ্গলবার সন্ধে সাতটা নাগাদ তালতলা থানার অন্তর্গত লেলিন সরণীর কাছে ইউনিয়ন চ্যাপেল স্কুলের সামনে দিয়ে বাড়ি ফিরছিলেন এক তরুণী। তিনি পড়ুয়াদের পড়িয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় আচমকা তাঁকে পিছন থেকে মাঝবয়সী এক যুবক ফলো করে।
তরুণীর অভিযোগ, যখন তিনি দেখেন বেশ কিছুক্ষণ ধরে তাঁকে যুবক পিছু নিয়েছে, তখন তিনি যুবকের কাছে জানতে চান, কেন তাকে পিছু করা হচ্ছে। অভিযোগ, সেই সময় সেই অভিযুক্ত ব্যক্তি তরুনীর গায়ে হাত দেয়, তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয়। অভিযোগ, তরুণীর হাতও মুচকে দেওয়ার চেষ্টা করে অভিযুক্ত যুবক। তরুণীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। অভিযুক্তকে আটকে রাখা হয়। পরবর্তীতে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত টিটাগরের বাসিন্দা।
