TRENDING:

মানসিক নির্যাতন, অফিসেই অস্বাভাবিক মৃত্যু কর্মীর! বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা

Last Updated:

মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন ওই কর্মী। মানসিক চাপই যুবককে চরম পদক্ষেপ নিতে বাধ্য করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: ডায়াগনস্টিক সেন্টারের কর্মীর রহস্য মৃত্যু। অফিসেই ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনায় রহস্য ঘোরাফেরা করছে।  সিসিটিভি ফুটেজ দেখে তদন্তের দাবিতে বিক্ষোভ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জলপাইগুড়ি হাকিমপাড়ায় থাকা একটি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত এক কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
প্রতিকী ছবি।
প্রতিকী ছবি।
advertisement

জানা গিয়েছে, মৃতের নাম রাহুল ঝাঁ (২৮)। শনিবার রাতে ওই সেন্টারের একটি কক্ষে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন ওই কর্মী। তাঁদের দাবি, এই মানসিক চাপই যুবককে চরম পদক্ষেপ নিতে বাধ্য করেছে। তাই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

advertisement

আরও পড়ুন : প্রেমিকার একাধিক সম্পর্ক, নিত্যদিন অশান্তি! নিজের চরম ক্ষতি করে দিল প্রেমিক

ওই কর্মীর মৃত্যুর খবর পেয়ে রাতেই মৃত কর্মীর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ওই ডায়াগনস্টিক সেন্টারের সামনে বিক্ষোভ দেখান। এনিয়ে সাংবাদিকরা কেন্দ্রটির সঙ্গে যোগাযোগ করতে গেলে, দেখা যায় গেটে তালা ঝুলছে। মৃৃতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে সেন্টার সিল করে দিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

কিন্তু কেন এমন পথ বেছে নিলেন ওই কর্মী, সেই বিষয়টি জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি মৃত কর্মী সত্যি মানসিক নির্যাতনের শিকার হয়েছেন কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। যদিও পরিবারের অভিযোগ, মানসিক নির্যাতনের চাপ সহ্য করতে না পেরে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। তারপরেই বিক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়-স্বজনরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মানসিক নির্যাতন, অফিসেই অস্বাভাবিক মৃত্যু কর্মীর! বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল