আলিপুরদুয়ার শহর সংলগ্ন ভোলার ডাবরি এলাকার ঘটনা। জানা গিয়েছে, এই এলাকা নিবাসী রনি মল্লিকের বাড়ির গ্যারেজে নিজের চারচাকা মারুতি গাড়ি রাখা ছিল। প্রায়শয়ই সন্দীপ বিশ্বাস নামে এক যুবক সেই গাড়ি ধুয়ে পরিষ্কার করে থাকেন।
আরও পড়ুনঃ পুলিশ দিবসে জনতাকে ‘উপহার’! প্রায় ১০ হাজার মানুষের মুখে ফুটল হাসি, পুজোর আগে খুশি সকলে
advertisement
এবার সেই যুবক গাড়ি পরিষ্কার করার নাম করে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে চম্পট দিলেন। ইতিমধ্যেই আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
শহরে একের পর এক বাইক চুরি, মন্দিরে প্রণামী বাক্সের টাকা চুরির ঘটনার পর আস্ত চারচাকা গাড়ি চুরি হওয়ায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ প্রশাসন সঠিক ভাবে টহলদারি করছে না। এর ফলে শহরে এই ধরণের ঘটনা ঘটেই চলেছে। পুলিশ প্রশাসন কতদিনের মধ্যে শহরের এই চক্রকে হাতেনাতে ধরতে সক্ষম হয় সেটাই এখন দেখার।