গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচকের শাহবাজপুর এলাকায় যৌথ অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ ও মালদহ পুলিশের ক্রাইম মনিটরিং সেল৷ সেখানেই শঙ্করকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়৷ এরপরই তাকে আটক করে তল্লাশি করতে গিয়ে, উদ্ধার হয় বিপুল পরিমাণ জালনোট৷
উদ্ধার হওয়া টাকার পুরোটাই ২ হাজারের নোট। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই জালনোটের উৎস বাংলাদেশ৷ কাঁটাতারের সীমান্ত পেরিয়েই এপার বাংলায় ঢুকেছে বিপুল পরিমাণ জালনোট৷ সীমান্ত এলাকার একাধিক পয়েন্টে সেই টাকা হাতবদল করে, ভিনরাজ্য়ে পাচারের ছক ছিল শঙ্কর ও তার দলবলের৷
advertisement
পুলিশ সূত্রে খবর, শঙ্করের গ্রেফতারির পরই গা ঢাকা দিয়েছে পাচারচক্রের বাকিরা৷ তাই শঙ্করকে হাতিয়ার করেই বাকিদের খোঁজ পেতে চায় পুলিশ৷ সেজন্য ধৃতের সম্পর্কে যাবতীয় তথ্য জোগাড় করতে, ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে কালিয়াচক থানা৷
SEBAK DEBSHARMA