ফের হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল ডুয়ার্সে। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামের কার্তিকা এলাকার তুরতুরি নদীর ধারে একটি হাতির মৃতদেহ পড়েথাকতে দেখেন স্থানীয়রা।
বিষয়টি নজরে আসে টহলরত বনকর্মীদের। পরবর্তীতে তারা খবর দেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মী ও আধিকারিকদের। তারা এসে হাতিটির মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন- আতঙ্কে অসুস্থ পড়ুয়া! সিকিম থেকে সমতল ফিরলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা
advertisement
অন্যদিকে, এই খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যদিও এই বিষয়ে বনদফতরের তরফে জানান হয়েছে ময়নাতদন্তের পর আসল কারণ জানা যাবে।
প্রাথমিক তদন্তে বনদফতরে অনুমান, এটি স্বাভাবিক মৃত্যু। হাতিটি মহিলা।বয়সজনিত কারণেই মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এই হাতিটির একটি শাবক রয়েছে। গতকালও জলদাপাড়া বনবিভাগের দক্ষিণ খয়েরবাড়ির জঙ্গল এলাকা থেকে উদ্ধার হয় হাতির দেহ। সেটিও ছিল রহস্যজনক মৃত্যু।
Annanya Dey