রিখটার স্কেলে কম্পনের মাত্রা ২.৮। এদিন বিকেল ৫টা ১৫ বেজে ৫৫ মিনিটে কেঁপে ওঠে ওই এলাকা। ভূমিকম্পের উৎপত্তিস্থল আলিপুরদুয়ার বলেই জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। সতর্ক রয়েছে প্রশাসনও।
আরও পড়ুন: ‘মমতা যা পারেন, তা কেউ পারে না! ভোট না দিলেও মমতা আসবেন’, দুর্যোগে দুর্গতদের আশ্বাস অভিষেকের
advertisement
প্রসঙ্গত, রবিবার বিকালে আকস্মিক ঝড়ে তছনছ হয়ে যায় জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধুপগুড়ি। ঝড়ের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, একটা কালো কুণ্ডলীকৃত ধোঁয়ার মতো বিষয় গোটা এলাকা গ্রাস করছে। আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা বলছেন, এই ঝড় কালবৈশাখী নয়, সেক্ষেত্রে এটি মিনি টর্নেডো হতে পারে।
আরও পড়ুন: জলপাইগুড়ির ঝড়ে প্রাণ ঝরেছে ৫, উত্তরবঙ্গে লাগাতার ঝড়-বৃষ্টির সতর্কতা! জানুন আবহাওয়ার বড় খবর
ঘড়ির কাঁটায় সবে তিনটে পেরিয়েছে। রবিবার আচমকা কালো হয়ে যায় জলপাইগুড়ির আকাশ। কুণ্ডলী পাকিয়ে ছুটে আসা ঝড় মুহূর্তে তছনছ করে দেয় এলাকা। ফের সোমবার উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কবার্তা জারি করল হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কবার্তা উত্তরবঙ্গে।