TRENDING:

Mamata Banerjee: মালদহ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, ইংরেজবাজারে জেলা প্রশাসনের সঙ্গে সভা করবেন মুখ্যমন্ত্রী

Last Updated:

প্রশাসনিক ও রাজনৈতিক মহলের নজর এই সফর ঘিরে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, মালদহ: উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলেই মুখ্যমন্ত্রী মালদহে পৌঁছে গিয়েছেন। আজ, মঙ্গলবার ইংরেজবাজারে পরিষেবা প্রদান সভায় যোগ দেবেন তিনি। প্রশাসনিক স্তরে এই সভা ঘিরে চূড়ান্ত ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। তৃণমূল জেলা নেতৃত্বের তরফেও জোর প্রস্তুতি চলছে। মালদহ জেলা ক্রীড়া সংস্থার মাঠে এই সরকারি অনুষ্ঠান হবে। অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন। এছাড়া বেশ কিছু গ্রাহকদের হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হতে পারে বলে খবর।
মালদহ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়
মালদহ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

আরও পড়ুন– রাশিফল ২১ জানুয়ারি: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

মুখ্যমন্ত্রী জেলা সফরে আসছেন, শোনার পরেই ব্যস্ততা বেড়েছে তৃণমূল নেতৃত্বের। প্রচুর সংখ্যায় মানুষ যাতে উপস্থিত থাকেন সেদিন, সেজন্য প্রচারও শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে কী বার্তা দেবেন, তারই অপেক্ষায় মালদহ জেলা তৃণমূল নেতৃত্ব।

advertisement

রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেলা। ২০২১ সালের বিধানসভা ভোটে এই জেলায় ব্যাপক ভাল ফল করে তৃণমূল কংগ্রেস। কিন্তু ২০২৪ লোকসভা ভোটে জেলার দুই আসনেই হেরে যায় তারা। একটি আসন বিজেপির। একটি আসন কংগ্রেসের দখলে চলে যায়। এই অবস্থায় আগামী বছর রাজ্য জুড়ে বিধানসভা ভোটে মালদহ জেলায় ভাল ফল করতে মরিয়া তৃণমূল কংগ্রেস ।

advertisement

আরও পড়ুন– ডলারের বিপরীতে রুপির দাম কমছে কেন? স্বাধীনতার সময় ১ রুপি ১ ডলারের সমান ছিল, তারপর কী হল?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সম্প্রতি মালদহে খুন হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকার। খুন হয়েছেন কালিয়াচকে তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরের নেতা। দুলাল সরকার খুন নিয়ে ব্যাপক ক্ষুব্ধ ছিলেন মুখ্যমন্ত্রী। জেলা পুলিশের কাজে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। যদিও এই খুনের ঘটনায় একাধিক জন গ্রেফতার হয়েছে। ইংরেজবাজারের এক নেতা গ্রেফতার হয়েছেন। সোমবার মালদায় নেমেই দুলাল সরকারের বাড়িতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেছেন তাঁর স্ত্রীর সঙ্গে। আবার প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই জেলা। কারণ আন্তর্জাতিক সীমানা আছে। বাংলাদেশ অস্থিরতায় মাঝে মধ্যেই সীমান্ত থেকে একাধিক খবর আসছে। আবার বিহার-ঝাড়খন্ড সীমানা আছে। ফলে প্রশাসনিক দিক থেকে কড়া বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: মালদহ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, ইংরেজবাজারে জেলা প্রশাসনের সঙ্গে সভা করবেন মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল