আরও পড়ুন : প্রাণ গেল বাড়ির ছেলের, খোয়া গেল মেয়ের বিয়ের গয়না, এক দুর্ঘটনায় সব শেষ
মৃত শিশুর পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় চার মাসের ওই শিশুকন্যা৷ বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে৷ শুক্রবার সন্ধ্যায় বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে শিশুটির দেহ উদ্ধার করা হয়৷ এই ঘটনায় শোকের ছায়া পুরো পরিবারে৷ অভিযোগ, অপহরণের পর শিশুকন্যাকে শৌচালয়ের ট্যাঙ্কের ভিতরে ফেলে দেওয়া হয়েছে৷
advertisement
আরও পড়ুন : বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের দুর্ঘটনার তদন্তে দিনভর আজ নজরে ট্রেনের ইঞ্জিন
আরও পড়ুন : বিকট শব্দ শুনেই ছুটে আসা! তারপর প্রাণ বাঁচানোর লড়াই! আজ 'রিয়েল লাইফ হিরো' জবেদুলরা!
শিশুকন্যার অস্বাভাবিক ও রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোয়লপোখর থনার পুলিশ৷ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
( প্রতিবেদন:চঞ্চল মোদক)