অবিরাম বৃষ্টিতে ভেঙে গিয়েছে সেতু ও রাস্তা। বীরপাড়া এলাকায় এশিয়ান হাইওয়ে যান চলাচল প্রায় বন্ধ। বীরপাড়া গ্যারগাণ্ডা সেতু এলাকায় এশিয়ান হাইওয়েতে প্রবল বৃষ্টিতে ধস নেমেছে। যার ফলে সেতু সহ প্রায় ত্রিশ ফুট সড়ক ভেঙে গিয়েছে। যদিও রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। কাজটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার জন্য রুট বদলের উদ্যোগ নিয়েছে পুলিশ।আজ থেকে সমস্ত গাড়ি গুলি ঘুরপথে চলাচল করছে। বীরপাড়া এলাকায় ট্রাফিক ব্যবস্থা সঠিক রাখার জন্য মোতায়ন করা হয়েছে পুলিশ। রয়েছেন এসডিপিও প্রশান্ত দেবনাথ। এসডিপিও প্রশান্ত দেবনাথ জানান, “রাস্তা মেরামতের কাজ হতে সময় লাগবে। যার কারণে বীরপাড়া রোড বন্ধ করা হয়েছে। শিলিগুড়ি ও কোচবিহারগামী গাড়িগুলিকে পুলিশ, সিভিক ভলেন্টিয়াররা অন্যপথ দেখিয়ে দিচ্ছেন।”
advertisement
জানা গিয়েছে শিলিগুড়িগামী গাড়ি গুলিকে মাদারিহাট চৌপথী থেকে ঘুরিয়ে ফালাকাটার দিকে পাঠানো হচ্ছে। সেখান থেকে ধূপগুড়ি হয়ে গাড়িগুলি চলছে। অপরদিকে অসমগামী গাড়ি গুলো জটেশ্বর, ফালাকাটা হয়ে বারবিশার পথ ধরে অসমের দিকে চলে যাবে। এজন্য বীরপাড়া এলাকায় অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে।