এদিন নয়া দলের প্রতীক-সহ পতাকারও আত্মপ্রকাশ করেন তিনি। দলের নাম ঘোষণার দিনেই এসপি শর্মার সাফ দাবি, পৃথক রাজ্য গোর্খাল্যান্ড আদায়ই মূল লক্ষ্য। সেই লক্ষ্যেই আগামী দিনে আন্দোলনের রূপরেখা ঠিক করবেন তিনি। সেইসঙ্গে গোর্খাদের সুরক্ষাই দলের উদ্দেশ্য। তাঁর দাবি, গোর্খাদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল স্রেফ প্রতিশ্রুতি দিয়ে এসছে। বাস্তবে কিছুই পায়নি পাহাড়।
advertisement
আরও পড়ুন-ঔষধি গুণে ভরপুর এই ফসল, করোনার সময় থেকেই চাহিদা তুঙ্গে, চাষ করলে লক্ষাধিক টাকা লাভ!
নির্বাচন এলে গোর্খাল্যান্ড নিয়ে আলোচনা হয়। আর ভোটের পাঠ মিটতেই সব দাবি আবারও ফাইলে বন্দী হয়ে পড়ে। পৃথক রাজ্য নিয়ে কেন্দ্র নীরব। নীরব দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। প্রতিবাদে আন্দোলনে নামেন তিনি। দফায় দফায় পাহাড়ে সাংসদের কুশপুতুলে জুতোর মালা পড়িয়ে মিছিল করা হয়। পরবর্তীতে সাংসদের কুশপুতুল দাহ করা হয়। এমনকী, বিধায়কের বাড়িও ঘেরাও করে বিক্ষোভ দেখায়। সাংসদকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ তোলেন। সেই দাবিতেই আমরণ অনশনে বসেন এসপি শর্মা। সেইসময় তাঁর পাশে দাঁড়ান বিমল গুরুং, অনীত থাওয়া, অজয় এডওয়ার্ডেরা।
গত বছরে পাহাড় নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের দিনক্ষণ ঘোষণা হতেই অনশন প্রত্যাহার করে নেন তিনি। এবারও তাই কেন্দ্রের ওপর চাপ বাড়াতে তৈরি হচ্ছে বিজিএসপি। তিনি এও জানান, মে মাসের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গ সফরে আসছেন। ওইসময় তাঁর কাছে আলাদা রাজ্যের দাবি জানানো হবে। তবে জিটিএর নির্বাচন নিয়েও ভাবছেন না নতুন দলের নেতা। জিটিএ আদপে গোর্খাদের ওপর চাপিয়ে দেওয়া। পাহাড়বাসী তা মানছেন না। তাই জিটিএর ভোট নিয়ে উৎসাহ দেখাচ্ছে না বিজিএসপি।