আরও পড়ুনঃ বিছানাতে যাওয়ার আগেই ’জল’ খাচ্ছেন? ঠিক করছেন না ভুল? জেনে নিন ডাক্তারের মত
ডাইরেক্টরেট-র অভিযান।ভুয়ো এনআরআই শংসাপত্রের বিরুদ্ধে অভিযান। শিলিগুড়িতে ওষুধ ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। বৃহস্পতিবার শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডের হাকিমপাড়ায় খেলাঘর মোড় সংলগ্ন এলাকায় ওষুধ ব্যবসায়ী সহদেব ঘোষের বাড়িতে ইডির আধিকারিকরা হানা দেন। ইডি সূত্রের খবর, রাজ্যজুড়ে ভুয়ো এনআরআই শংসাপত্রের বিরুদ্ধে যে অভিযান চালানো হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ ১ সপ্তাহ খান ৫ ‘প্রাকৃতিক’ খাবার! ইউরিক অ্যাসিড তরতরিয়ে নামবে! উধাও হবে গেঁটেবাত-বিষব্যথা!
সাধারণত বিদেশে বসবাসকারী ভারতীয়দের সন্তানদের জন্য মেডিক্যাল কলেজে ভর্তির নির্দিষ্ট আসন থাকে। সূত্রের খবর, বেশ কিছু ছাত্র-ছাত্রী এনআরআই কোটার সুযোগ নিতে ভুয়ো শংসাপত্র জমা দিয়েছিলেন। এই জালিয়াতিতে একটি বড় চক্র জড়িত থাকতে পারে বলে মনে করছেন ইডির আধিকারিকরা, যারা মোটা টাকার বিনিময়ে এই ধরনের ভুয়ো শংসাপত্র তৈরি করছে। অভিযান মারফত ব্যাংক অ্যাকাউন্ট ও টাকা লেনদেনের হিসেব খতিয়ে দেখছে ইডি।
সুজয় ঘোষ