আজ দুপুর ১টা বেজে ১০ মিনিটে বাগডোগরা বিমানবন্দরে নামে এয়ার আরবিয়ার G9657 বিশেষ বিমান। বাগডোগরার ইতিহাসে এই প্রথম! শারজা থেকে এল বিমান! সৌজন্যে করোনা! নেপালে উড়ান চললেও দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ। ভুটানের সঙ্গে বিমান ওঠা নামা করলেও লকডাউনের জন্যে বন্ধ রয়েছে পরিষেবা। বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর সুব্রমণি পি জানান, অবশ্যই ঐতিহাসিক দিন আজ। তবে কোভিড প্রোটোকল মেনেই যাত্রীদের নামানো হয়েছে। এদিকে আজ ফিরলেও কেউই বাড়ি যেতে পারবেন না। সকলকেই থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। শিলিগুড়ির বিভিন্ন হোটেলে পেইড কোয়ারেন্টাইনে থাকবেন। উপসর্গ এলে সোয়াবের নমুন সংগ্র করা হবে। আর যাদের পেইড কোয়ারেন্টাইন থাকার সামর্থ্য নেই তাদের পাশে থাকবে জিটিএ। জানান, চেয়ারম্যান অনীত থাপা। তবে কাজ হারিয়ে দিশেহারা ইডেন ইয়োলমো, বিশাল রাই সিংরা জানান, এখন কি করবো তা মাথায় আসছে না। কিভাবে সংসার চলবে, ভেবে উঠতে পারছি না। গতকাল রাতে বিমানে চেপেছেন। দীর্ঘ পথ পার করে আজ বাগডোগরা বিমানবন্দর থেকে বেরোলেন বিকেল সাড়ে চারটে নাহাদ। বড্ড ক্লান্তির ছাপ ওদের চোখে মুখে। বিমানবন্দরে অনেকেরই পরিবারের লোকেরা এসেছিলেন। অভিভাবকদের চোখেও উৎকণ্ঠার ছাপ!
advertisement
PARTHA PRATIM SARKAR