TRENDING:

বিদ্যুতের তার গলায় পড়তেই! শ্মশান থেকে দাহ করার পথেই করুণ পরিণতি!

Last Updated:

শ্মশান থেকে সৎকার্য করে ফেরার পথে মর্মান্তিক পরিণতি শ্মশান যাত্রীর। বাড়ি ফেরার পথে গলায় ৪৪০ ভোল্টের তার জড়িয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হল মালদহের হবিবপুর থানার কন্যাডুবি এলাকার এক শ্মশান যাত্রীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জিএম মোমিন, মালদহ: শ্মশান থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি শ্মশান যাত্রীর। গলায় ৪৪০ ভোল্টের তার জড়িয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হল এক শ্মশান যাত্রীর। সোমবার সাত সকালে ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুর থানার কন্যাডুবি এলাকায়। জানা গিয়েছে, মৃত ওই শ্মশান যাত্রীর নাম সুশান্ত সিং, বাড়ি সংশ্লিষ্ট এলাকাতেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত্রে হবিবপুর পূর্ব পাড়া গ্রামের এক ব্যক্তি মারা যান। শ্মশান যাত্রী হিসেবে অন্যান্য গ্রামবাসীদের সঙ্গে সুশান্ত সিংহও দাহকাজের জন্য শ্মশানের উদ্দেশ্যে যান। এরপর শ্মশানে দাহকাজ সেরে ভোর রাতে শ্মশান থেকে বাড়ি ফেরার পথে রাস্তার ধারে গাছ পড়ে তড়িদাহত হয়ে মৃত্যু হয় ওই শ্মশান যাত্রীর।
সৎকার্য সেরে বাড়ি ফেরা হলনা শ্মশান যাত্রীর
সৎকার্য সেরে বাড়ি ফেরা হলনা শ্মশান যাত্রীর
advertisement

আরও পড়ুন: শান্তিপুর ষ্টেশনের নাম পরিবর্তনের আর্জি রেলমন্ত্রীকে, কী হতে পারে নতুন নাম? জেনে নিন

স্থানীয়দের অনুমান, গভীর রাত থেকেই ঝড় বৃষ্টি হচ্ছিল এলাকায়। সেই সময় পাশের গ্রামের এক ব্যক্তির সৎকার্য করে ভোররাতে বাড়ি ফিরছিলেন ওই শ্মশান যাত্রী। ফেরার পথে রাস্তার ধারে থাকা একটি পুকুরে শিশু গাছ ৪৪০ ভোল্টের ইলেকট্রিক তার নিয়ে উল্টে যায় রাস্তার উপর। আর সেই তার বুকে এবং হাতে জড়িয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হয় শ্মশান যাত্রী সুশান্ত সিংয়ের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁদনা পরবে মাতল জঙ্গলমহল! ধামসা-মাদল বাজিয়ে গরু খুঁটা, দেখুন ঝলক
আরও দেখুন

সোমবার সকালে খবর পেয়ে বিদ্যুৎ দফতরের কর্মীরা এসে বিদ্যুতের তার কেটে সুশান্ত সিংহের দেহ উদ্ধার করে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রামে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বিদ্যুতের তার গলায় পড়তেই! শ্মশান থেকে দাহ করার পথেই করুণ পরিণতি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল