রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: চলছে ১০৮ টি পুরসভায় ভোটগ্রহণ। নির্বাচনী প্রচারে নেমেছিলেন শাসক বিরোধী দুই শিবিরই। বর্ণাঢ্য শোভাযাত্রা করে করা হয়েছে প্রচার। কিন্তু নির্বাচনের আগেই ঘটল ছন্দপতন। ভোটের ঠিক আগে ভাটপাড়ায় শোকের ছায়া। মারা গেলেন ভাটপাড়ার তিন নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী বাবলি দে। ফলে বন্ধ ভাটপাড়ার তিন নম্বর ওয়ার্ডের ভোটগ্রহণ। আপাতত কাউন্সিলর নির্বাচন হবে না এই ওয়ার্ডে। সূত্র মারফত জানা গিয়েছে, এদিন ভোর রাতে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তিন নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী বাবলি দে র। গত বৃহস্পতিবার দুপুরবেলা নিজের ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন এই বাম প্রার্থী। প্রচার চলাকালীনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে জানা যায় সেরিব্রাল অ্যাটাক হয়েছে তাঁর। মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য তাঁকে দ্রুত বেসরকারি হাসপাতালে ভর্তি করান হয়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাবলি দে। এদিন ভোররাতে বেসরকারি হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর মৃত্যুর কারণ আপাতত বন্ধ ভাটপাড়া পুরসভার তিন নম্বর ওয়ার্ডের ভোটগ্রহণ। তিনি দীর্ঘদিন বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। সিপিআইএম এর জুটমিল মজদুর সংগঠনের কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের শোকের ছায়া। দম্পতি মারা যাওয়ায় তিন নম্বর ওয়ার্ড ছিল ফাঁকা। নেই ভোটগ্রহণ কেন্দ্রের লাইন, নেই কোন উত্তেজনা। ভোট না দিতে পারায় মন খারাপ এলাকার সাধারণ মানুষের মধ্যে। তবে প্রশাসনের তরফ থেকে পরবর্তী সময়ে এই ওয়ার্ডে নির্বাচন একট সিদ্ধান্ত নেওয়া হয় সে দিকেই তাকিয়ে ওয়ার্ডের বাসিন্দারা।