বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিষধর সাপগুলি খাবারের সন্ধানে সেই লোকলয়ে ঢুকে পড়েছিল। বিগত দিনে বিভিন্ন সাইক্লোনের কারণে সুন্দরবনের মানচিত্র পাল্টে গিয়েছে, তার উপরে লাগাতার বর্ষণের ফলে জঙ্গলের মধ্যে জল ঢুকে প্লাবিত হয়ে গেছে একদিকে নষ্ট হয়েছে বন্যপ্রাণীদের বাসস্থান অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের খাবার তাই তারা খিদের জ্বালায় বিভিন্ন সময়ে লোকালয়ে ঢুকে পড়ছে খাবারের সন্ধানে আর সেই খাবার জোগাড় করতে বিভিন্নভাবে মৎস্যজীবীদের জালে আবার কখনো আটলে বন্দী হচ্ছে।\” বনদফতর সূত্রে জানা গেছে, বিষধর ওই সাপ দুটি’কে আগামী দুই তিন দিন পর্যবেক্ষণে রেখে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তারপর সুস্থ থাকলে গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে।
advertisement
জুলফিকার মোল্যা
Location :
Delhi,Delhi,Delhi
First Published :
October 31, 2023 12:15 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: হিঙ্গলগঞ্জে আটল থেকে উদ্ধার বিশালাকার গোখরো- কালাচ