TRENDING:

North 24 Parganas News- পৌর নির্বাচনে জেলায় সবুজ আবিরের অকাল হোলি

Last Updated:

জেলায় নিজেদের শক্তি ধরে রাখল তৃণমূল, পৌর নির্বাচনে সবুজ আবিরের অকাল হোলি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: সোমবার সকাল থেকেই ছিল টানটান উত্তেজনা। ভোট গণনা শুরু হতেই কার্যত বিরোধীদের ব্যাকফুটে ফেলে এগিয়ে চলছিল তৃণমূলের বিজয় রথ। অনান্য জায়গার মতোই বারাসত মহকুমাতেও বইছে সবুজের ঝড়। বারাসত মহকুমার ৫টি পুরসভাতেই বিপুল জয় ঘাসফুল শিবিরের। ক্রমেই অস্তিত্ব সংকটে গেরুয়া শিবিরের। এই পাঁচ পুরসভায় একটিও আসনে জয় না পেয়ে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেল বিজেপি। তবে উল্লেখযোগ্যভাবে ভালো ফল করেছে বামফ্রন্ট। পাঁচ পুরসভা মিলিয়ে ১০টি আসনে জয় পেয়েছে বামেরা। বারাসত পুরসভার ৩৫টি আসনের মধ্যে তৃণমূলের দখলে এসেছে ৩০টি ওয়ার্ড। সিপিএম দু টি। এক টি আসনে জয় সিপিআইয়ের। নির্দল জয় পেয়েছে দু টি আসনে।
advertisement

অশোকনগর-কল্যানগড় পুরসভার ২৩টি আসনের মধ্যে ২০টিতে জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। বামফ্রন্ট পেয়েছে দু টি আসন। এক টি আসন দখলে রেখেছে কংগ্রেস। হাবড়া পুরসভা হয়ে গেল বিরোধী শূন্য। এই ওয়ার্ডের ২৪ টি আসনেই জয়ী তৃণমূল কংগ্রেস। মধ্যমগ্রাম পুরসভার ২৮টি আসনের মধ্যে ২৪টি আসনে জয় তৃণমূলের। বামেরা জিতেছে চার টে আসনে। গোবরডাঙ্গা পুরসভাও দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস। বিধানসভার পর পুরভোটেও তৃণমূলের এই বিশাল জয় নিয়ে আমজনতাকে প্রনাম জানিয়েছেন বিজয়ী প্রার্থীরা। তাই সকল প্রার্থী এই জয় মমতা ব্যানার্জীর জয় বলছেন এবং তার জন্য দলীয় কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষদের ধন্যবাদ জ্ঞাপন করেন। পরবর্তী পর্যায়ে এই পুরসভা গুলিতে বোর্ড গঠন হবে, সেখানে জয়ী প্রার্থীরা কে কোন পদ পায়, এখন সেটাই দেখার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যেন ছোট্ট মীনাক্ষী! বক্তৃতায় সে কী তেজ! রাজনীতির সংজ্ঞা যেন বদলে গেল ইশিকার ভাষায়
আরও দেখুন
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- পৌর নির্বাচনে জেলায় সবুজ আবিরের অকাল হোলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল