TRENDING:

North 24 Parganas News- যুদ্ধক্ষেত্র ইউক্রেন থেকে বাড়ি ফিরল হৃদয়পুরের তিয়াসা

Last Updated:

অবশেষে যুদ্ধক্ষেত্র ইউক্রেন থেকে বাড়ি ফিরল হৃদয়পুরের তিয়াসা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: অবশেষে ইউক্রেন থেকে বাড়ি ফিরলো বারাসত হৃদয়পুরের বাসিন্দা তিয়াসা বিশ্বাস। বুধবার মধ্যরাতে মেয়ে বাড়ি ফেরতেই আনন্দের জোয়ার পরিবারে। গত কয়েকদিনের তিক্ত অভিজ্ঞতা সেই শিহরণ জাগানো ঘটনা গুলো খুলে বলে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে। কিভাবে কিলোমিটারের পর কিলোমিটার পায়ে হেটে পোলান্ড বর্ডারে পৌছানো, তারপর পোলান্ড বর্ডারে হেনস্থা ভারতীয়দের, পরবর্তী সময়ে ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করে, অবশেষে ভারত সরকারের তৎপরতায় ভারতের মাটি ছোয়ার কথা জানালো তিয়াসা। গত কয়েকদিন তিয়াসার পরিবার দুশ্চিন্তা মধ্যে ছিলো। অবশেষে তিয়াসা বাড়ি ফেরায় খুশি পরিবার। তবে তিয়াসা জানায় পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ইউক্রেনে যেতে যায়। তবে পরিবারের বক্তব্য এখুনি সেই সিদ্ধান্তে যেতে পারছে না। প্রতিমুহূর্তে আতঙ্কে  সময় কেটেছে বিদেশের যুদ্ধক্ষেত্রে। দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে পায়ে হেঁটে। অন্যান্য ভারতীয় ছাত্র দের সাথেই বর্ডারের দিকে রওনা হতে হয়েছে তিয়াসা কে। এদিন বাড়ি ফিরে ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির কথা ব্যাখ্যা করতে গিয়ে বারবার উঠে আসছিল তার চোখে দেখা ভয়ঙ্কর যুদ্ধের ছবি। তবে মেয়েকে কাছে পেয়ে খুশি বাবা মা ও। আরো যে সমস্ত ভারতীয় ছাত্র-ছাত্রীরা আটকে রয়েছেন ইউক্রেনে তারাও দ্রুত নিজেদের পরিবারের কাছে ফিরে যাক সুস্থ শরীরে তেমনটাই চাইছেন তিয়াসর পরিবার। ভারত সরকারও তাদের যথেষ্ট সাহায্য করেছে বলে জানিয়েছেন। এদিন তিয়াসা কে দেখতে পাড়া -প্রতিবেশী অনেকেই ভিড় জমান। মেয়ে ঘরে ফিরেছে আনন্দে তুই আসার বাবা ও মিষ্টিমুখ করালেন সকলকে।
advertisement

Rudra Narayan Roy

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- যুদ্ধক্ষেত্র ইউক্রেন থেকে বাড়ি ফিরল হৃদয়পুরের তিয়াসা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল