TRENDING:

ভাইফোঁটায় পিসির বাড়িতে ঘুরতে আসাই কাল হল! যা ঘটল ভাবতেও পারবেন না, অকালে গেল খুদের প্রাণ

Last Updated:

North 24 Parganas: ভাইফোঁটায় পিসির বাড়িতে ঘুরতে আসাই কাল হল। বাগদহর পুরাতন হেলেঞ্চাতে পিসির বাড়িতে ঘুরতে এসে জলে ডুবে মৃত্যু হল এক কিশোরীর। অসুস্থ আরও দুই কিশোরী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বনগাঁ, উত্তর ২৪ পরগনা, অনিরুদ্ধ কির্তনীয়া: ভাইফোঁটায় পিসির বাড়িতে ঘুরতে এসে একরত্তি মেয়ের মর্মান্তিক পরিণতি। বাগদহর পুরাতন হেলেঞ্চাতে পিসির বাড়িতে ঘুরতে এসে জলে ডুবে মৃত্যু হল এক কিশোরীর। অসুস্থ আরও দুই কিশোরী। বাগদহ গ্রামীণ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
পিসির বাড়িতে ঘুরতে এসে জলে ডুবে মৃত্যু
পিসির বাড়িতে ঘুরতে এসে জলে ডুবে মৃত্যু
advertisement

উত্তর ২৪ পরগনার বাগদহ পুরাতন হেলেঞ্চাতে পিসির বাড়িতে ঘুরতে এসেছিল কল্যাণীর বাসিন্দা অনুপ মজুমদারের মেয়ে আরাধ্যা মজুমদার (১০)। শুক্রবার দুপুরে পিসির মেয়ে চিত্রা দত্ত (১১) ও দিদির মেয়ে অমৃতা মৈত্র (১৪) তিনজন মিলে পার্শ্ববর্তী একটি পুকুরে স্নান করতে যায়। জলে স্নান করতে নেমেই ঘটল অচরম অঘটন।

আরও পড়ুনঃ কী সর্বনাশ! মাত্র ৮ মাস আগেই বিয়ে! নরেন্দ্রপুরে নামী পানীয় সংস্থার শৌচালয়ে থেকে উদ্ধার কর্মীর রক্তাক্ত দেহ

advertisement

পুকুরের গভীরতা না বুঝেই নেমে পড়ে তারা। জল বেশি গভীর থাকায় তিনজনই ডুবে যায়। স্থানীয় কয়েকজন বাসিন্দা দেখতে পেয়ে ছুটে আসেন। তাঁরাই জলে নেমে তিন কিশোরীকে উদ্ধারের চেষ্টা চালায়। অমৃতা (১৪) ও চিত্রাকে (১১) দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও আরাধ্যাকে জল থেকে উদ্ধার করতে বেশ অনেকটা সময় লেগে যায়।

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

এরপর যখন আরধ্যাকে উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পরিবার ততক্ষণে অনেক দেরি হয়ে হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরারা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
ভাইফোঁটায় পিসির বাড়িতে ঘুরতে আসাই কাল হল! যা ঘটল ভাবতেও পারবেন না, অকালে গেল খুদের প্রাণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল