উত্তর ২৪ পরগনার বাগদহ পুরাতন হেলেঞ্চাতে পিসির বাড়িতে ঘুরতে এসেছিল কল্যাণীর বাসিন্দা অনুপ মজুমদারের মেয়ে আরাধ্যা মজুমদার (১০)। শুক্রবার দুপুরে পিসির মেয়ে চিত্রা দত্ত (১১) ও দিদির মেয়ে অমৃতা মৈত্র (১৪) তিনজন মিলে পার্শ্ববর্তী একটি পুকুরে স্নান করতে যায়। জলে স্নান করতে নেমেই ঘটল অচরম অঘটন।
advertisement
পুকুরের গভীরতা না বুঝেই নেমে পড়ে তারা। জল বেশি গভীর থাকায় তিনজনই ডুবে যায়। স্থানীয় কয়েকজন বাসিন্দা দেখতে পেয়ে ছুটে আসেন। তাঁরাই জলে নেমে তিন কিশোরীকে উদ্ধারের চেষ্টা চালায়। অমৃতা (১৪) ও চিত্রাকে (১১) দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও আরাধ্যাকে জল থেকে উদ্ধার করতে বেশ অনেকটা সময় লেগে যায়।
এরপর যখন আরধ্যাকে উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পরিবার ততক্ষণে অনেক দেরি হয়ে হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরারা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে।
