এদিন ফিতে কেটে মন্দিরে দ্বারঘাটন করেন মহারাজ এরপর পুজো শুরু হয়। এই এলাকায় সারা বছর সমস্ত দেব দেবীর পুজোয় হয়ে থাকে, কিন্তু ছিল না দেবাদিদেব মহাদেবের মন্দির। এলাকার সকল ধর্মের মানুষের যৌথ উদ্যোগে এলাকার মানুষের দাবিতে এই মন্দির তৈরি করা হয়। আগে শিব রাত্রির দিন এই এলাকার মানুষদের যেতে হত বেশ কিছুটা দূরে। ফলে উপোস করে সমস্যার সম্মুখীন হতে হত ভক্তদের। এই মন্দির উদ্বোধনের ফলে উপকৃত হল এই এলাকার ধর্মপ্রাণ মানুষেরা। এদিন অনুষ্ঠান উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছিল গোটা এলাকা। মন্দির ঘিরে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত। দীর্ঘ বেশ কয়েক মাসের চেষ্টায় এই মন্দির নির্মাণ করা হয়েছে। প্রতিদিন এখন থেকে পুজো হবে এই মন্দিরে জানিয়েছেন মন্দির কমিটি।
advertisement
Location :
First Published :
Mar 01, 2022 10:57 PM IST