TRENDING:

Kedarnath Pilgrimage: ঝড়বৃষ্টি উপেক্ষা করে উত্তর ২৪ পরগনার মছলন্দপুর থেকে কেদারনাথ পর্যন্ত ১৬০০ কিলোমিটার পথ দণ্ডী কেটে পাড়ি শিবভক্তের

Last Updated:

Kedarnath Pilgrimage:গন্তব্য কেদারধাম হলেও, সে পথ সাধারণ ভাবে নয়, শিব ভক্ত শম্ভু দণ্ডী কেটেই দীর্ঘ এই যাত্রাপথ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: বুকে হেঁটেই এভাবে শম্ভু যাচ্ছে শিবের কাছে কেদারনাথ! শিব ভক্তের এমন কষ্টসাধ্য ১৬০০ কিলোমিটারের দুর্গম পথের যাত্রা এখন নজর কেড়েছে সকলের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল যুবকের এই কর্মকাণ্ড। বুকে হেঁটে অর্থাৎ দণ্ডী কেটে কেদারনাথ যাত্রায় বেরিয়েছেন শিবভক্ত শম্ভু কাহার। মানত পূরণের কারণেই দীর্ঘ এই যাত্রাপথ দণ্ডী কেটে যাওয়ার সিদ্ধান্ত শম্ভুর বলেই জানান। গন্তব্য কেদারধাম হলেও, সে পথ সাধারণ ভাবে নয়, শিব ভক্ত শম্ভু দণ্ডী কেটেই দীর্ঘ এই যাত্রাপথ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়েছেন।
advertisement

জানা যায়, বিবাহিত জীবনে একাধিকবার সন্তান এলেও স্ত্রীর গর্ভপাত হয়ে যাওয়ার কারণে, মহাদেবের কাছে শম্ভু মানত করেন, সুস্থ সন্তানের জন্ম হলে তিনি দণ্ডী কেটে কেদারনাথে যাবেন। অবশেষে সুস্থ পুত্রসন্তানের জন্ম হয়। বর্তমানে পুত্রের বয়স ৩ বছর। তাই এ বার নিজের দেওয়া কথা রাখতেই শুরু করেছেন কষ্টসাধ্য এই কেদারযাত্রা। প্রতিদিন কয়েক কিলোমিটার পথ রোদ, বৃষ্টি, কাদা উপেক্ষা করে এগিয়ে চলেছেন দেবাদিদেবের শরণে। এদিন মছলন্দপুরের নকপুর এলাকায় দেখা যায় তাঁকে। গা হাত পায়ে মাখা কাদা, কোনও দিকে না তাকিয়ে নিষ্ঠার সঙ্গেই দণ্ডী কেটে একটু একটু করে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন শম্ভু।

advertisement

আরও পড়ুন : আপনার রান্নাঘরে ‘এই’ জিনিসগুলি আছে নাকি? সাবধান! এর টানেই আপনার বাড়িতে কিলবিল করবে বিষাক্ত সাপ!

স্থানীয় বাসিন্দাদের কথায়, এর আগে বহুবার পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা দেখতে পাওয়া গেলেও এভাবে বুকে হেঁটে অর্থাৎ দণ্ডী কেটে এমন দীর্ঘযাত্রা একেবারেই বিরল। তাঁকে দেখতে রাস্তায় দাঁড়িয়ে পড়ছেন বহু মানুষ। কেউ দিচ্ছেন দক্ষিণা, কেউ খাওয়ার জন্য ফল, কেউ আবার এসে তাঁর পায়ে হাত দিয়ে প্রণামও করছেন। শিবভক্ত শম্ভু জানান, রাত্রিবাসের জন্য তিনি বেছে নিচ্ছেন চলার পথে স্থানীয় কোনও ক্লাব অথবা কোনও মন্দিরকে। সারাদিনের পরিশ্রমের পর একটু বিশ্রাম। খাদ্যাভ্যাসেও চলছে কঠোর নিয়ম। এই দীর্ঘ যাত্রাকালীন সময়ে শুধুমাত্র নিরামিষ ও ফলমূল গ্রহণ করছেন শম্ভু কাহার। তবে নিজের লক্ষ্য পূরণে যেন অবিচল এই যুবক। দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করেই তাই এখন শম্ভু এগিয়ে চলেছেন কেদারনাথের পথে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Kedarnath Pilgrimage: ঝড়বৃষ্টি উপেক্ষা করে উত্তর ২৪ পরগনার মছলন্দপুর থেকে কেদারনাথ পর্যন্ত ১৬০০ কিলোমিটার পথ দণ্ডী কেটে পাড়ি শিবভক্তের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল