#উত্তর ২৪ পরগনা: বিধাননগর পৌরসভার ভোট গ্রহণের দিন, ভোটকেন্দ্রের বাইরে সৌজন্যের রাজনীতি দেখা গেল। জয়প্রকাশ মজুমদার ও সব্যসাচী দত্ত কে দেখা গেল কোলাকুলি করতে। বিধাননগর পৌর নিগমের ৩১ নম্বর ওয়ার্ডের ভগবতী দেবী বালিকা বিদ্যালয়ে ভোট দিতে আসেন বহিষ্কৃত বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। ভোট দিয়ে বেরোনোর পর তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্তের সাথে আলাপচারিতার পর কোলাকুলি করতে দেখা গেল। তারপর বিজেপি প্রার্থী দেবাশীষ জানার সাথে সৌজন্য বিনিময় করেন জয়প্রকাশ মজুমদার। ভোট দেওয়ার পর বহিষ্কৃত বিজেপি নেতা ও তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্তের কোলাকুলির ছবির দেখা মিলল বিধাননগরে। মোটের ওপর ভোট গ্রহণ শান্তিপূর্ণ হলেও, সকালে ভুয়ো ভোটের অভিযোগ তোলা হয়। পাল্টা ভোট প্রভাবিত করার অভিযোগও তোলা হয় শাসক দলের পক্ষ থেকে। দু একটা জায়গায় বিক্ষিপ্তভাবে উত্তেজনার সৃষ্টি হলেও কড়াভাবে তা নিয়ন্ত্রণ করে পুলিশ প্রশাসন। ৩২ নম্বর ওয়ার্ডের অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন এ ভোট দিলেন সস্ত্রীক সব্যসাচী দত্ত। পাশাপাশি এদিন, ভর্তিতে দেখা গেল বিধায়ক অদিতি মুন্সি সহ দেবরাজ চক্রবর্তী কেও। এদিন সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবরাজ চক্রবর্তী ১১ নম্বর ওয়ার্ডের ন্যাশনাল ইংলিশ স্কুল এ ভোট দেন। সল্টলেকের নিরাপত্তার দায়িত্বে ছিলেন আইজি, সিআইডি আনন্দ কুমার। গোটা বিধাননগরের বিশেষ দায়িত্ব পালন করতে দেখা যায় এডিজি জ্ঞানবন্ত সিং কে। মোটের ওপর বিধান নগর পৌর নির্বাচন একপ্রকার কাটলো নির্বিঘ্নেই, খবর নির্বাচন কমিশন সূত্রে।