উত্তর ২৪ পরগনা: বিধান নগরের পৌরভোট এখনো পর্যন্ত শান্তিপূর্ণ জানিয়েছে প্রশাসন। সকাল থেকেই বিধান নগরে শুরু হয়েছে ভোটগ্রহণ। পুরুষ ও মহিলারা সকাল থেকেই ভিড় জমিয়েছেন বুথে। প্রাথমিক পর্বে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল 11 টা পর্যন্ত ভোট পড়েছে 29% এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি বুথে সশস্ত্র পুলিশ মোতায়েন থাকলেও বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত গন্ডগোলের খবর মিলেছে। বিধাননগরের স্পর্শকাতর বুথগুলিতে রাজ্য পুলিশের কড়া নিরাপত্তা থাকলেও সকাল থেকে ভুয়া ভোটের অভিযোগ উঠছে বিজেপির তরফ থেকে। ৩০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী উমা শঙ্কর ঘোষ দস্তিদার এ এইচ কমিউনিটি সেন্টারে গিয়ে বেশকিছু ভুয়ো ভোটারকে ধরেন। বিধান নগর ৩১ নম্বর ওয়ার্ডের বি সি ব্লকের বুথে ভুয়ো ভোটারের অভিযোগ ওঠে। অভিযোগ জানান প্রার্থী দেবাশীষ জানা। মোতায়েন EFR, STF, QRT। সল্টলেকের নিরাপত্তার দায়িত্বে আইজি, সিআইডি আনন্দ কুমার। গোটা বিধাননগরের বিশেষ দায়িত্বে এডিজি জ্ঞানবন্ত সিং। সকাল থেকেই ভোটের লাইনে দেখা যায় লম্বা লাইন। সকাল থেকেই ৩৮ নম্বর ওয়ার্ড, দত্তাবাদ বিধাননগর ভারতী বিদ্যাভবন স্কুল লম্বা লাইন,মানুষ আগ্রহের সাথে ভোটাধিকার প্রয়োগের জন্য হাজির হয়েছে।