ফলাফল সামনে আসতেই নিজের জয় উৎসর্গ করলেন এলাকাবাসীদের। পাশাপাশি তিনি জানালেন, মানুষকে পরিষেবা দেওয়াই হবে তার মূল লক্ষ্য। বহু ক্ষেত্রে এখনও মানুষের কাছে পরিষেবা সঠিকভাবে পৌঁছয়নি। সে বিষয়ে বিশেষ নজর দেবেন তিনি। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা-সহ সরকারি বাড়ির ক্ষেত্রেও এলাকা বাসীদের পাশে থেকে সর্বসম্মতভাবে সাহায্য করবেন দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির জয়ী এই প্রার্থী।
advertisement
আরও পড়ুন: অমিতাভের প্রেম! প্রথমবার জয়া বচ্চনকে জড়িয়ে ধরলেন রেখা! তারপরেই ঘটল বিরল ঘটনা! ভাইরাল ভিডিও অবাক করবে
আরও পড়ুন:
পাশাপাশি তিনি এও জানান কোন রাজনৈতিক দল দেখে নয়, বিরোধী দলের প্রার্থীদেরও সমান অধিকার থাকবে। পাশাপাশি কেউ কোন সময় কখনও সমস্যায় পড়লে তার পাশে দাঁড়াবেন , দল না দেখেই বলে জানালেন জয়ী এই প্রার্থী। ভারতীয় জনতা পার্টির এই প্রার্থী জয়লাভ করায় খুশি কর্মী সমর্থকরাও। এদিন জয়লাভের পরই ভোটে জেতার শংসাপত্র হাতে নিয়ে রীতিমতো নিজের দায়িত্বের কথাই বারংবার স্মরণ করলেন বিজেপির গ্রাম পঞ্চায়েতে জয়ী এই প্রার্থী সমরজিৎ ঘোষ ।
রুদ্র নারায়ন রায়