বিধাননগর: দমদম ক্যান্টনমেন্টের পোস্ট অফিস রোডে গোপাল দলপতির বাড়ির হদিস। পোস্ট অফিস রোডে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন গোপাল দলপতি এবং সেখানেই তিনি টিউশন চালাতেন। এলাকায় গোপাল মাস্টার নামে খ্যাত ছিলেন গোপাল দলপতি। বেশ রমরমা ছিল তার। ২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত এখানেই তিনি থেকে টিউশন করাতেন। পরবর্তী সময়ে এলাকা ছেড়ে চলে যান তিনি। বছর পাঁচেক আগে শেষবারের মতো তিনি এলাকায় এসেছিলেন। যে বাড়িতে ভাড়া নিয়ে গোপাল দলপতি টিউশন পড়াতেন সেই মৃণাল দাশগুপ্তের দাবি, তার থেকেও টাকা নিয়েছিলেন গোপাল দলপতি। এমনকি তাকে গ্যারান্টি রেখে গোপাল দলপতি একটি বাইক ও কিনেছিলেন। সেই নিয়ে ব্যাংকের থেকেও তার কাছে লোক আসে। শুধু তাই নয় বেশ কয়েকবার বিভিন্ন জায়গা থেকে পুলিশ আসেন তার বাড়িতে। দলপতি যে এরকম করবে তিনি ভাবতে পারেননি। বেশ রমরমাই ছিল গোপালের বলে দাবি তার। গোপাল দলপতি কোচিং সেন্টার উল্টো দিকের বাসিন্দা সাধন দাস জানান, গোপাল দলপতি কাছে পড়লেই ছাত্রছাত্রীরা পাস করবে এমন ভাবেই বিজ্ঞাপন দিতেন গোপাল।