TRENDING:

North 24Parganas News: 'পড়লেই পাস', দমদমে 'গোপাল মাস্টার' বলেই পরিচিত গোপাল দলপতি!

Last Updated:

দমদম ক্যান্টনমেন্টে গোপাল দলপতির বাড়ির হদিস, পাশাপাশি শ্রীভূমিতে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের পার্লারের হদিস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিধাননগর: দমদম ক্যান্টনমেন্টের পোস্ট অফিস রোডে গোপাল দলপতির বাড়ির হদিস। পোস্ট অফিস রোডে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন গোপাল দলপতি এবং সেখানেই তিনি টিউশন চালাতেন। এলাকায় গোপাল মাস্টার নামে খ্যাত ছিলেন গোপাল দলপতি। বেশ রমরমা ছিল তার। ২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত এখানেই তিনি থেকে টিউশন করাতেন। পরবর্তী সময়ে এলাকা ছেড়ে চলে যান তিনি। বছর পাঁচেক আগে শেষবারের মতো তিনি এলাকায় এসেছিলেন। যে বাড়িতে ভাড়া নিয়ে গোপাল দলপতি টিউশন পড়াতেন সেই মৃণাল দাশগুপ্তের দাবি, তার থেকেও টাকা নিয়েছিলেন গোপাল দলপতি। এমনকি তাকে গ্যারান্টি রেখে গোপাল দলপতি একটি বাইক ও কিনেছিলেন। সেই নিয়ে ব্যাংকের থেকেও তার কাছে লোক আসে। শুধু তাই নয় বেশ কয়েকবার বিভিন্ন জায়গা থেকে পুলিশ আসেন তার বাড়িতে। দলপতি যে এরকম করবে তিনি ভাবতে পারেননি। বেশ রমরমাই ছিল গোপালের বলে দাবি তার। গোপাল দলপতি কোচিং সেন্টার উল্টো দিকের বাসিন্দা সাধন দাস জানান, গোপাল দলপতি কাছে পড়লেই ছাত্রছাত্রীরা পাস করবে এমন ভাবেই বিজ্ঞাপন দিতেন গোপাল।
এই বাড়িতেই পড়াতেন গোপাল দলপতি 
এই বাড়িতেই পড়াতেন গোপাল দলপতি 
advertisement

অনুপ চক্রবর্তী

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24Parganas News: 'পড়লেই পাস', দমদমে 'গোপাল মাস্টার' বলেই পরিচিত গোপাল দলপতি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল