উত্তর ২৪ পরগনা: নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি বেশ কিছু প্রশাসনিক কাজের সুবিধার্তে হাবড়া পুলিশ মহকুমার নতুন এসডিপিও অফিস চালু হল৷ এতে সাধারণ মানুষেরও হয়রানি কমবে৷ সম্প্রতি শহরে বেশ কয়েকটি অপরাধ মূলক ঘটনা ও পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়তেই টনক নড়েজেলা পুলিশ আধিকারিকদের। প্রশাসনিক স্তরে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় হাবরা পুলিশ মহাকুমা গঠন করার৷ গত বছর জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাবড়া, অশোকনগর, গোবরডাঙ্গা ও আমডাঙা থানা কে নিয়ে নতুন হাবড়া পুলিশ মহাকুমা ঘোষণা করেন। সেই মত এদিন নতুন এসডিপিও অফিস পরিদর্শনে আসেন এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্তা। এছাড়াও, উপস্থিত ছিলেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপাররাজ নারায়ণ মুখার্জি। হাবড়া পুলিশ মহাকুমার দায়িত্বে রয়েছেন এসডিপিও রোহেত শেখ। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেনএই মহকুমার অন্তর্গত হাবড়া, অশোকনগর, গোবরডাঙ্গা সহ আমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত আধিকারিকরাও। এসডিপিও অফিস পরিদর্শনের পর বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি সাংবাদিকদের জানান, হাবড়া পুলিশ মহকুমার জন্য নতুন কিছু পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এডিজি দক্ষিণবঙ্গ এই পুলিশ মহাকুমা নিয়ে কিছু প্রস্তাব দিয়েছেন সেগুলি বাস্তবায়িত করতে হবে। সম্প্রতি হাবড়া ও অশোকনগরে ৩৫ নম্বর জাতীয় সড়কে বেশকিছু পথ দুর্ঘটনায় কয়েকজনের প্রাণ গিয়েছে সেক্ষেত্রে পূর্ত দপ্তরের সঙ্গে আলোচনা করে ট্রাফিক নিয়ন্ত্রণে কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি পুলিশ সুপার জানান, ২০২২ সালে তুলনামূলক ভাবে দুর্ঘটনার পরিমাণ অনেকটাই কমেছে। নতুন হাবরা মহকুমার এসডিপিও অফিসটি তৈরি করা হয়েছে অশোকনগরের বাদামতলা এলাকায়। এখন এই অফিস থেকেই প্রশাসনিক দায়িত্ব সামলাবেন হাবড়া মহকুমার এসডিপিও।