জানা গেছে, কেরলে কাজ করার সময় মাটিচাপা পড়ে মৃত্যু হয় আশুদি গ্রামের এই চার জন পরিযায়ী শ্রমিকের। পরিবারের রোজগেরে সদস্যকে হারিয়ে এখন অথৈ জলে এই চার পরিযায়ী শ্রমিকের পরিবার। এই ঘটনায় আশুদি গ্রামের বাসিন্দা জিয়ারুল মন্ডল ও ফারুক মন্ডল গুরুতর ভাবে জখম হয়েছেন বলে সূত্রের খবর। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন মৃত পরিযায়ী শ্রমিক দের দেহ বাড়িতে ফিরতেই গোটা গ্রামজুড়ে পড়ে যায় কান্নার রোল।
advertisement
সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছেন আলি আহমেদ ৷ সেই বীভৎস দৃশ্যের কথা বলতে গিয়ে গলা আটকে গেল তার। দুপুরে টিফিন খেতে কিছুটা দেরি হতেই প্রাণ বেঁচে গেল তার। আর চোখের সামনে দেখলেন মাটির নীচে চাপা পড়ে শেষ হয়ে গেল নিজের ভাই সহ আরো তিন প্রতিবেশী ৷ অশোকনগরের চার পরিযায়ী শ্রমিকের সঙ্গে ঘটে যাওয়া সেই বীভৎস স্মৃতির কথা বলতে গিয়ে শিউরে উঠছেন অশোকনগরের আশুদি গ্রামের বাসিন্দা মৃত নর্জিস আলীর ভাই আলি আহমেদ ৷