২০২১ সালের ডিসেম্বর মাসে ডাক্তারি পড়তে নিশা বিশ্বাস যান ইউক্রেনে। ইতিমধ্যেই রাশিয়ার আক্রমণে লন্ডভন্ড হয়ে যায় ইউক্রেন। যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনে মেয়ে আটকে যেতেই দুশ্চিন্তায় ঘুম উড়ে যায় নিশার পরিবারে। অবশেষে সব বাধা কাটিয়ে নিশা বাড়ি ফিরতেই আনন্দের উচ্ছ্বাস পরিবার জুড়ে। প্রতিবেশীরাও ইউক্রেন ফেরত নিশাকে দেখতে ভিড় জমাচ্ছেন তাদের বাড়িতে। মেয়েকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে এখন উৎসবের মেজাজ বিশ্বাস পরিবারে। এদিন বাড়িতে বসেই যুদ্ধের বীভৎস দৃশ্য কথা তুলে ধরেছিলেন নিশা। দীর্ঘ পথ হাঁটতে হয়েছে হিমাঙ্কের নীচে নেমে যাওয়া ঠান্ডার মধ্যে। জীবন বাঁচাতে কখনো বাংকারে তো কখনো নিরাপদ আশ্রয়ে লুকিয়ে থাকতে হয়েছে তাকে। মেলেনি খাবার এমনকি জলও ছিল না গলা ভেজানোর জন্য। এখন সেই দুঃসময়ের কথা ভুলে এগিয়ে যেতে চাইছেন এই ডাক্তারি পড়ুয়া ছাত্রী।
advertisement