উত্তর ২৪ পরগনা: জাতির জনক মহাত্মা গান্ধির ৭৪ তম প্রয়াণ দিবস উপলক্ষে এবছরও ব্যারাকপুর গান্ধি ঘাটে মহাত্মা গান্ধির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখর। সস্ত্রীক তিনি ব্যারাকপুর গান্ধী ঘাট এসে গান্ধি স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তার আগে দেশাত্মবোধক গান এবং সর্বধর্ম প্রার্থনা সভায় অংশ নেন। এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল সহ ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং, উত্তর ২৪ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা, স্বরাষ্ট্র সচিব সহ অন্যান্যরা। কিন্তু উল্লেখযোগ্যভাবে রাজ্য সরকার তথ্য ও সংস্কৃতি দফতর আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের প্রতিনিধি হিসেবে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক উপস্থিত থাকলেও তিনি মঞ্চে ওঠেননি। মঞ্চের নীচেই বসে থাকতে দেখা যায় তাকে।