#উত্তর ২৪ পরগনা: সামনেই পৌর নির্বাচন। তার আগেই জেলার বিভিন্ন প্রান্তে দেখা মিলছে এক অভিনব চিপসের। বারাসত, মধ্যমগ্রাম এর বিভিন্ন দোকানে দেখা যাচ্ছে লক্ষীর ভান্ডার, খেলা হবে চিপসের। প্যাকেটের ভেতরে থাকছে বিভিন্ন ধরনের গিফটও। লক্ষীর ভান্ডার প্রকল্পে ৫০০ টাকা করে পাচ্ছে বাংলার মহিলারা। তবে এক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার নামের জন্যই চিপসের চাহিদা অনেক বেশি বলে মনে করছেন দোকানদাররা। পিছিয়ে থাকলেও তালিকায় রয়েছে খেলা হবে চিপসও। অনেক দোকানে আবার খেলা হবে চিপস পরে থাকলেও, লক্ষ্মীর ভান্ডার চিপস নেই বলেই জানালেন দোকানদাররা। বাচ্চা থেকে বড় সবাই কিনছে এই চিপস। বিধানসভা নির্বাচনের পর, পৌরসভা নির্বাচনেও লক্ষ্মীর ভান্ডার চিপস মার্কেট কাঁপাবে মনে করছে শাসক দলের কর্মীরা।