পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন গাইঘাটা থানার কুলপুকুর এলাকায় এই পড়ুয়াকে একা ঘুরতে থেকে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ কর্মীদের। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ছেলেটির বাড়ি হাবড়া থানার কাশিপুর এলাকায়। সে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে এসেছে। বাড়ির ছোট ছেলে কে খুঁজে দেওয়ার জন্য পুলিশকে ধন্যবাদ জানালেন তার বাবা গোপাল বিশ্বাস। পরিবারের সদস্যরা জানান, ছোট থেকেই বড় অভিমানী, চতুর্থ শ্রেণির এই পড়ুয়া। তবে কান্নাকাটি খুব একটা করে না। রাগ হলে নিজের মধ্যেই চেপে রাখে সে, এমনটাই দাবি পরিবারের। এদিনও নিতান্তই রাগ করে বেরিয়ে যায় সে। পুলিশের তৎপরতায় সে পরিবারে ফিরে আসে।
advertisement
Location :
First Published :
March 25, 2022 4:11 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- পড়াশোনা না করায় বকুনি, অভিমানে ঘর ছাড়লো চতুর্থ শ্রেণির ছাত্র