#উত্তর ২৪ পরগনা: ভোর রাতে চলন্ত তুলো বোঝাই গাড়িতে আগুন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার লক্ষীপুল এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, এদিন ভোর রাতে মহারাষ্ট্র থেকে একটি তুলো বোঝাই ট্রাক যশোর রোড দিয়ে বনগাঁর পেট্রাপোল সীমান্তে যাবার পথে, লক্ষীপুর এলাকায় হঠাৎ আগুন দেখতে পায় গাড়িচালক। গাড়ি থেকে নেমে পড়েন চালক, এরপরই খবর দেওয়া হয় হাবড়া থানায় ও হাবরা ফায়ার ব্রিগেডে। ট্রাকে যেহেতু তুলো বোঝাই ছিল, অতি দ্রুততার সাথে পুরো গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে দমকলের দুইটি ইঞ্জিন এসে প্রায় ঘন্টা তিনেকের প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। যদিও ঘটনায় কোনো হতাহতের খবর নেই। যেহেতু গাড়িতে তুলো বোঝাই ছিল, সেই কারণে অনেকটা সময় লেগে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের।