উত্তর ২৪ পরগনা: গভীর রাতে বন্ধুদের নিয়ে ঘরে জমিয়ে আড্ডা।সেই সময় আপত্তিকর অবস্থায় বন্ধুও তার প্রেমিকা। কাজ থেকে বাড়ি ফিরে বাবা ওই দৃশ্য দেখে প্রতিবাদ করেন৷ বাবার কাছে বকুনি খেয়ে রাগে ইঁট দিয়ে বাবার মাথা ফাটিয়ে দিল ছেলে। এই ঘটনায় নিন্দার ঝড় প্রতিবেশীদের মধ্যে। ঘটনাস্থল, উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুর নগর এলাকায়।অভিযোগ, প্রায়ই বন্ধু ও বান্ধীদের নিয়ে আড্ডায় মেতে ওঠে ছেলে। বারংবার ছেলেকে বারন করা সত্ত্বেও শোনেনি ছেলে সুমন। বলা ভালো বাবার আপত্তি কে পাত্তা দেয়নি ছেলে। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে বলে জানা যায়। বাবা স্বপন বিশ্বাসের অভিযোগ, সকালে কাজ থেকে বাড়ি ফিরে দেখতে পান তার ঘরে ছেলের বন্ধু ও তার এক বান্ধবী আপত্তিকর অবস্থায় রয়েছে। তারপর তিনি তাদের আটকে রাখতে গেলে ছেলে সুমন বিশ্বাসের সাথে তার ধস্তাধস্তি হয়। শুরু হয় বাবা-ছেলের বচসা। তীব্র বাকবিতণ্ডা চলাকালীন ছেলে সুমন ইঁট দিয়ে তার বাবার মাথা ফাটিয়ে দেয়। ছেলের হাতে মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে বাবা। আহত স্বপন বিশ্বাসকে পরিবারের সদস্যরা চাঁদপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয়। স্বাস্থ্য কেন্দ্র থেকে বেরিয়ে এসে তিনি গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।এই ঘটনা জানাজানি হতেই নিন্দার ঝড় বইছে প্রতিবেশীদের মধ্যে। ছেলের এই আচরণে যথেষ্ট ক্ষুব্দ হয়ে তার কঠোর শাস্তির দাবি তুলেছেন আহত বাবা ও প্রতিবেশীরা। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ।