দমকল বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ ছিল। পাশাপাশি বাড়িতে থাকা ছোট্ট মুদিখানার দোকানে ছিল কেরোসিন, ডিজেল, পেট্রোল, যা খুচরা বিক্রি করা হতো। এছাড়াও হাওয়া মেশিনের সাহায্যে সাইকেল ও মোটর বাইকে হাওয়া দেওয়া হতো বলে জানান স্থানীয়রা। রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখায় পরপর দুইটি গ্যাস সিলিন্ডার বাস্ট করে এলাকায় আগুন ছড়িয়ে পড়তেই ভয়ে ভীত হয়ে পড়েন এলাকাবাসীরা। বিপদের আঁচ বুঝে খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পার্শ্ববর্তী কারোরই ক্ষয়ক্ষতি না হলেও ওই বাড়ি ও দোকান পুড়ে ভস্মীভূত হয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানালেন বাড়ির মালিক পচা গাজী। জনবহুল এলাকায় এই আগুন লাগায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
advertisement
Location :
First Published :
March 30, 2022 8:38 PM IST