এদিন ভুবন বাধ্যকরকে দেখতে ভিড় জমান এলাকার অগণিত মানুষ। কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর গ্রামে গ্রামে কাঁচা বাদাম বিক্রি করার সময় যে গানটি গাইতেন, সেই গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। গানটি ভাইরাল হওয়ার পরই তার বাড়িতে ভিড় জমতে শুরু করে দেশ-বিদেশের মানুষের। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বাংলাদেশ থেকেও ভিডিও ক্রিয়েটররা তার বাড়িতে ভিড় জমান এবং তাকে নিয়ে রিল ভিডিও তৈরি করেন। এরপর থেকেই তার ডাক পড়তে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান এবং স্টুডিওতে গান রেকর্ডিংয়ের জন্য। তেমনি একদিন হঠাৎ তার ডাক পড়ে নাম সংকীর্তন এর অনুষ্ঠানে। শীতকালীন এই নাম সংকীর্তন এর অনুষ্ঠান গ্রাম্য এলাকায় খুবই জনপ্রিয়। এই অনুষ্ঠান ঘিরে বাড়তি উন্মাদনা থাকে বাগদা এলাকায়। তবে এদিন ভুবন বাদ্যকর যেন বাড়তি পাওনা ছিল নাম সংকীর্তন অনুষ্ঠানে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভুবন বাদ্যকরকে দেখতে দূর-দূরান্ত থেকে লোক ভিড় জমান অনুষ্ঠানে। ভিড় সামাল দিতে রীতিমতো উদ্যোক্তাদের হিমশিম খেতে হয়।
advertisement