#উত্তর ২৪ পরগনা: হারিয়ে যাওয়া মোবাইল ফোন পুনরুদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল বারাসত জেলা পুলিশ। হারিয়ে যাওয়া মোট ২৮০ টি মোবাইল ফোন বারাসত জেলা পুলিশের অন্তর্গত এলাকা থেকে উদ্ধার হয়েছে। এদিন বারাসত জেলা পুলিশ সুপার দফতরে জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি সাংবাদিক বৈঠক করেন। পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জী জানান, বারাসত জেলা পুলিশের অন্তর্গত নয় টি থানা এলাকা থেকে প্রায় ২৮০ টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। জেনারেল ডায়রির ভিত্তিতে ফোনগুলি উদ্ধার হয়েছে বলেও জানান তিনি। কিছু মোবাইল ফোন এদিন মালিকদের ফেরত দেওয়া হল। বাকি ফোনগুলোর নির্দিষ্ট থানা এলাকা থেকে মোবাইল মালিকদের তুলে দেওয়া হবে।জেলা পুলিশ সুপার দফতর থেকে নয় জন মোবাইল ফোন মালিকের হাতে ফোন তুলে দেওয়া হয়। খোয়া যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ফোনের মালিকরা। এর জন্য তারা বারাসত জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে।