এগরা বজবজ মহেশতলার পর ফের একবার বাজি কারখানায় আগুন লাগার ঘটনা সামনে এল৷ বারাসাতের দত্তপুকুরে এই বেআইনি বাজি বিস্ফোরণেও কেঁপে উঠেছে গোটা এলাকা৷ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একাধিক বাড়ি৷ ছিন্নভিন্ন দেহ উদ্ধার হচ্ছে ধ্বংস্তূপ থেকে৷
পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, বারবার পুলিশকে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। বাজি ক্লাস্টারের ভাবনা নিয়েও উঠছে অভিযোগ৷
advertisement
রমরমিয়ে চলছিল বেআইনি বাজি কারখানা। স্থানীয় বাসিন্দাদের দাবি, রবিবার সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ দত্তপুকুরের ওই বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে পুরো এলাকা। বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে অন্যত্র ছিটকে গিয়েছে দেহ। আশপাশের একাধিক পাকা বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: ‘বিকট শব্দ, বাড়ির দেওয়াল থেকে ছাদ আকাশে উড়ে গেল কয়েক ফুট’ বারাসত বিস্ফোরণে তোলপাড়
খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। আগুন নেভানোর কাজ চলতে থাকে। আসে পুলিশও। যদিও পুলিশকে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয়। বিস্ফোরণের তীব্রতায় পাশের বাড়ির একটি টালির চালেও আটকে যায় এক ব্যক্তির দেহ। পাড়ার একটি পেয়ারা গাছেও আটকে যায় দেহ। ইতিমধ্যেই সেই দেহ নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়। বিক্ষোভ ঠেকাতে মাঠে নেমেছে ব়্যাফ।
