আরও পড়ুনঃ সাতসকালে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু বাবার, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছেলে
তাঁদের কাছ থেকে উদ্ধার হয় সেভেন এমএম পিস্তলের ১৫ টি গুলি এবং বারোবোর দোনালা বন্দুকের ২৫ টি গুলি, মোট ৪০ টি গুলি উদ্ধার হয় দু‘জনের কাছ থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বাসুদেব চক্রবর্তী এবং বিক্রম ঠাকুর দুজনেরই বাড়ি অশোকনগর ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েত এলাকায়।
advertisement
বাসুদেব চক্রবর্তী চলতি বছরের পঞ্চায়েত ভোটে হাবড়া দুই নম্বর ব্লকের অশোকনগর ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির বিজেপির প্রার্থী হয়েছিলেন, এবং ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের ৩২ নম্বর বুথ থেকে গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হয়েছিলেন বিক্রম ঠাকুর। অভিযুক্তদের কাছে এত গুলি আসল কোথা থেকে এবং কার কাছেই বা বিক্রি করতে এসেছিল জানতে ৭ দিনের পুলিশ হেফাজত চেয়ে রবিবার বারাসাত আদালতে তাঁদের পেশ করে গোবরডাঙ্গা থানা।
জিয়াউল আলম