TRENDING:

Arjun Singh: গ্রেফতার অর্জুন সিং-য়ের ভাইপো! জগদ্দলে তুলকালাম, চরমে তৃণমূলের গোষ্ঠীকোন্দল

Last Updated:

গত ২১ নভেম্বর পুরানি তালাও এলাকায় নিজের বাড়ির উঠোনেই গুলি করে খুন করা হয় ভিকি নামের এক যুবককে৷ সেই সময় বিধায়ক সোমনাথ শ্যাম অভিযোগ তুলেছিলেন, এই খুনের ঘটনায় পাপ্পু সিং জড়িত থাকতে পারে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রথমে খুন৷ তারপরে গ্রেফতারি৷ উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দলে ফের চড়ছে রাজনীতির পারদ৷ প্রায় প্রকাশ্যেই একে অপরের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন শাসকদলেরই বিধায়ক এবং সাংসদ৷ এমনকি ঘনিষ্ঠের গ্রেফতারির ঘটনায় দিল্লিতে দাঁড়িয়েই দলীয় বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন সাংসদ অর্জুন সিং৷
advertisement

তৃণমূল সাংসদ অর্জুন সিংয়ের দাবি, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের কথাতেই গ্রেফতার করা হয়েছে তাঁর ভাইপো পাপ্পু সিংকে৷ সাংসদের অভিযোগের পরে বিধায়কের পাল্টা দাবি, ওই খুনের ঘটনায় সাংসদের যোগ থাকলেও থাকতে পারে৷ দলেরই দুই নেতার এইরকম প্রকাশ্য বিবাদে রীতিমতো অস্বস্তিতে পড়েছেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব৷

গত ২১ নভেম্বর পুরানি তালাও এলাকায় নিজের বাড়ির উঠোনেই গুলি করে খুন করা হয় ভিকি নামের এক যুবককে৷ সেই সময় বিধায়ক সোমনাথ শ্যাম অভিযোগ তুলেছিলেন, এই খুনের ঘটনায় পাপ্পু সিং জড়িত থাকতে পারে৷

advertisement

আরও পড়ুন: দাম বেড়েছে ডিমের, দামী ময়দা-চিনিও! বড়দিনে কেক কিনতে কত টাকা খসবে, জানেন?

গতকাল পাপ্পু সিং গ্রেফতার হওয়ার পরে ভাটপাড়ার সাংসদ অর্জুন সিং-এর বাড়ির সামনে জমায়েত করেন তাঁর অনুগামীরা৷ অভিযোগ করেন, অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে পাপ্পু সিং-কে৷ এরপর অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিং-এর গ্রেফতারে জন্য তৃণমূলের বিক্ষোভ ভাটপাড়ায়, ভিক্কি যাদব খুনের মুল অভিযুক্তে পংকজ সিং-এর সঙ্গে জগদ্দলের বিধায়কের ঘনিষ্ঠর নানা ছবি দেখিয়ে পালটা সোমনাথকে গ্রেফতারের দাবি করেন তিনি৷

advertisement

আরও পড়ুন: শীতে কোষ্ঠকাঠিন্যে কষ্ট পাচ্ছেন! একবার খেয়ে দেখুন এই পাতা…কাজ হবে ম্যাজিকের মতো

ভোর হতেই তৃণমুলের অর্জুন গোষ্ঠীর জমায়েত মজদুর ভবনে। প্রকাশ্যে স্লোগান জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে। পাপ্পু সিং-কে গ্রেফতার করলে সোমনাথ শ্যামকে ও গ্রেফতারের দাবি, জানাল ভাটপাড়া তৃণমূল কংগ্রেসের নেতা মন্নু সাউ এবং মনোজ গুহরা।

সোমনাথ শ্যামের সাথে ভিক্কি যাদব খুনের ঘটনার মূল অভিযুক্ত পঙ্কজ সিং ইমরান আহমেদর ঘনিষ্ঠ ছবি নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Arjun Singh: গ্রেফতার অর্জুন সিং-য়ের ভাইপো! জগদ্দলে তুলকালাম, চরমে তৃণমূলের গোষ্ঠীকোন্দল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল