অভিযোগ, এদিন তাকে কোভিড টেস্টের জন্য কোভিড ওয়ার্ডে নিয়ে আসা হয়। কিন্তু কোভিড ওয়ার্ডে নিয়ে আসার পরই, মৃত্যু ঘটে ওই রোগীর। এরপরই গাফিলতির অভিযোগ তুলে রোগীর আত্মীয়রা হাসপাতালে ভাঙচুর চালায়
#উত্তর ২৪ পরগনা: করোনা পরবর্তী পরিস্থিতিতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজ্য। কিন্তু, করোনা নিয়ে আতঙ্ক এখনো কাটেনি সাধারণ মানুষের মধ্যে। সামান্য জ্বর সর্দি-কাশি নিয়েও বহু মানুষ করোনা আতঙ্কে ভিড় জমাচ্ছেন সরকারি হাসপাতালগুলোতে। ফলে চাপ বাড়ছে হাসপাতালগুলির উপর। এবার চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের বিরুদ্ধে। শারীরিক অসুস্থতার কারণে শ্যামনগরের রাহুতার বাসিন্দা বছর ছেষট্টির সুশীলা মন্ডল হাসপাতালে ভর্তি হন। অভিযোগ, এদিন তাকে কোভিড টেস্টের জন্য কোভিড ওয়ার্ডে নিয়ে আসা হয়। কিন্তু কোভিড ওয়ার্ডে নিয়ে আসার পরই, মৃত্যু ঘটে ওই রোগীর। এরপরই গাফিলতির অভিযোগ তুলে রোগীর আত্মীয়রা হাসপাতালে ভাঙচুর চালায়। ভেঙে ফেলা হয় কোভিড কিট সহ হাসপাতালে নানান প্রয়োজনীয় সামগ্রী। মুহূর্তেই হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। চাঞ্চল্য ছড়িয়ে পড়ায় সমস্যায় পড়েন অন্যান্য রোগীর পরিজনেরা। ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে আসে জগদ্দল থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতের পরিবারের অভিযোগ, জটিল কোন সমস্যা না থাকা সত্ত্বেও, হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার গাফিলতির কারণেই মারা যান সুশীলা দেবী। প্রশাসনের কাছে চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করা হয় বলে জানান পরিবারের সদস্যরা। কিন্তু প্রশ্ন উঠছে, এভাবে হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ তুলে ভাঙচুর চালানো কতটা যুক্তিসঙ্গত! হাসপাতালে অন্যান্য রোগীদেরও এর ফলে চরম সমস্যার সম্মুখীন হতে হয়। আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতাল চত্বরে থাকা অন্যান্য পরিবারের পরিজনেরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।